সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনার কথা সকলেরই জানা। দুই দলকে ক্রিকেট মাঠে দেখতে মুখিয়ে থাকেন সমর্থকরা। আমেরিকায় ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ম্যাচ নিয়েও উত্তেজনা ছিল চরমে। কিন্তু সেই উত্তেজনা কিছুটা হলেও আতঙ্কের হয়ে উঠেছিল রোহিত-বিরাটদের সামনে। এ কথাই জানিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা।
পাকিস্তান ম্যাচের আগে একটা উড়ো হুমকির কথা শোনা যায়। সেই কারণে গোটা ভারতীয় দলকে হোটেলের বাইরে বেরনোর অনুমতি দেওয়া হয়নি। এককথায়, গোটা দল হোটেলবন্দি হয়ে পড়েছিলেন। সম্প্রচারকারী চ্যানেলকে রোহিত শর্মা বলেন, “ভারত-পাকিস্তান ম্যাচের আগে আমাদের বলা হয়েছিল কোথা থেকে একটা হুমকি এসেছে। কিছু একটা নাকি ঘটছে। সেই কারণে ম্যাচের দু’দিন আগে আমাদের হোটেল থেকে বাইরে যাওয়ার কোনও অনুমতি ছিল না।”
রোহিতের সংযোজন, “আমরা খাবার অর্ডার করছিলাম। হোটেলে এতটাই ভিড় ছিল যে হাঁটতেও কষ্ট হচ্ছিল। সমর্থক থেকে সংবাদমাধ্যম, সকলেই সেখানে ছিল। তখনই বুঝতে পেরেছিলাম, এই ম্যাচটা অন্য ম্যাচের থেকে আলাদা। স্টেডিয়ামের কাছাকাছি পৌঁছনোর সঙ্গে সঙ্গেই মনে হচ্ছিল যেন একটা উৎসব। দুই দলের সমর্থকরাই নাচছেন। পাকিস্তানের সঙ্গে অনেকগুলো ম্যাচ খেলেছি। এই ম্যাচের আগে সমর্থকদের উত্তেজনা অন্য কিছুর সঙ্গে তুলনা করা যায় না।”
সেই ম্যাচে প্রথমে ব্যাটিং করে মাত্র ১১৯ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। জবাবে পাকিস্তানের ইনিংস থামে ১১৭ রানে। বল হাতে জশপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ডিয়াদের দুর্দান্ত লড়াইয়ে হাড্ডাহাড্ডি ম্যাচে শেষ হাসি রোহিত শর্মার ভারত। প্রসঙ্গত, রোহিত শর্মা বর্তমানে স্ত্রী রীতিকার সঙ্গে ইটালিতে ছুটি কাটাচ্ছেন। তাঁকে আবার আগস্টে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামতে দেখা যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.