একটা ক্যাচ ধরতেই নাজেহাল অবস্থা তিন বাংলাদেশি ফিল্ডারের। ছবি-ভিডিও থেকে
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ-শ্রীলঙ্কা (Bangladesh vs Sri Lanka) দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে কমেডি অফ এরর। সহজ ক্যাচ উঠল স্লিপে। আর সেই ক্যাচ ফস্কালেন স্লিপের তিন ফিল্ডার। বাংলাদেশের ফিল্ডাররা ক্যাচ ফস্কাচ্ছেন, সেই ভিডিও ভাইরাল হল সোশাল মিডিয়ায়। হাসির রোল উঠল সোশাল মিডিয়ায়। লেখা হল, ”আ জাগলিং অ্যাক্ট উইথ দ্য বল।” বল নিয়ে জাগলিং করলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট হচ্ছে চট্টগ্রামে। শ্রীলঙ্কার ইনিংসের ১২১ নম্বর ওভারের ঘটনা। শ্রীলঙ্কার রান তখন ৬ উইকেটে ৪১৯। শ্রীলঙ্কার ব্যাটার প্রভাত জয়সূর্যকে বল করছিলেন খালেদ আহমেদ। অফস্ট্যাম্পের বাইরে বলটা ফেলেছিলেন খালেদ। ড্রাইভ করতে গিয়ে সময়ের গন্ডগোলে স্লিপে ক্যাচ তোলেন প্রভাত। প্রথম স্লিপে দাঁড়িয়েছিলেন শান্ত। তাঁর কাছে এটা সহজ ক্যাচ। কিন্তু সেই তিনিই বলটা ধরতে পারলেন না। হাত থেকে ফস্কায় বল।
[আরও পড়ুন: ২৫ কোটির স্টার্ক ব্যর্থ, ৮ ওভারে ১০০ রান দেওয়া নাইট পেসারকে ঘুরে দাঁড়ানোর পরামর্শ অজি তারকার]
দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা দীপু সহজ রিবাউন্ড ক্যাচ ধরতে পারেননি। তাঁর হাত থেকে বল ছিটকে যায়। তৃতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা জাকির ক্যাচ ধরার জন্য শরীর ছুড়ে দেন। সেই জাকিরও বলটা ধরতে পারেননি।
A juggling act with the ball. 👀
.
.— FanCode (@FanCode)
কথায় বলে, ক্যাচ ফস্কালে ম্যাচও ফস্কায়। ম্যাচ এখনও ফস্কায়নি বাংলাদেশ। শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয় ৫৩১ রানে। দ্বীপরাষ্ট্রের কোনও ব্যাটার অবশ্য সেঞ্চুরি পাননি। নার্ভাস নাইন্টিতে আউট হয়েছেন কুশল মেন্ডিস (৯৩)। ৯২ রানে অপরাজিত ছিলেন কামিন্দু মেন্ডিস। দিমুথ করুণারত্নে (৮৬), ধনঞ্জয় ডি সিলভা (৭০) উল্লেখযোগ্য রান করেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.