Advertisement
Advertisement
Kuldeep Yadav

দলে তিন স্পিনার অলরাউন্ডার, কুলদীপকে কি আদৌ দেখা যাবে প্রথম একাদশে?

কোন কম্বিনেশনে যাবে টিম ইন্ডিয়া?

Three spinners all-rounder in the team, will Kuldeep Yadav be seen in the starting XI at all?

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:September 25, 2025 3:02 pm
  • Updated:September 25, 2025 3:02 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের জন্য ঘোষণা হয়েছে ভারতীয় দল। প্রত্যাশামতোই দলের অধিনায়ক শুভমান গিল। তাৎপর্যপূর্ণ হল, রবীন্দ্র জাদেজার সহ-অধিনায়কত্ব পাওয়া। ইংল্যান্ড সিরিজে সহ-অধিনায়ক ছিলেন ঋষভ পন্থ। যদিও তাঁর চোট পুরোপুরি সেরে না ওঠায় ক্যারিবিয়ান সিরিজে ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় উইকেটরক্ষার দায়িত্বে ধ্রুব জুরেল। পরিবর্ত কিপার হিসাবে সুযোগ পেলেন নারায়ণ জগদীশন। তাছাড়াও দলে সুযোগ পেয়েছেন তিন স্পিনার অলরাউন্ডার। তাই প্রশ্ন হল, কুলদীপকে কি আদৌ দেখা যাবে প্রথম একাদশে?

Advertisement

ইংল্যান্ড সিরিজে ব্যর্থতার জন্য বাদ পড়েছেন করুণ নায়ার। তবে সরফরাজ খানের উপর এবারেও আস্থা রাখেননি নির্বাচকরা। বর্ডার-গাভাসকর ট্রফি এবং অ্যান্ডারসন-তেণ্ডুলকর ট্রফিতে ভারতীয় দলের বেঞ্চে থাকা বাংলার অভিমন্যু ঈশ্বরণকে সুযোগই দেওয়া হল না। সুযোগ পাননি বাংলার পেসার আকাশ দীপও। দেবদত্ত পাড়িক্কল এবং নীতীশ কুমার রেড্ডির প্রত্যাবর্তন হয়েছে ভারতীয় দলে। অস্ট্রেলিয়া সফরে দলে থাকলেও ইংল্যান্ড সিরিজে চোটের কারণে খেলতে পারেননি দেবদত্ত।

নির্বাচকরা মনে করেন, এই মুহূর্তে মিডল অর্ডারে করুণ নায়ারের জায়গায় খেলার জন্য আদর্শ দেবদত্ত। প্রশ্ন হল, যে যুক্তিতে ইংল্যান্ড সিরিজে সাত বছর পর সুযোগ পাওয়া করুণ নায়ারকে বাদ দেওয়া হল, সেই একই যুক্তিতে সাই সুদর্শন কীভাবে সুযোগ পেলেন? ইংল্যান্ডে তিন টেস্টে খেললেও স্মরণীয় কিছু করতে পারেননি সুদর্শন। হয়তো বয়সের কথা ভেবে আরও একবার তাঁকে সুযোগ দেওয়ার কথা ভেবেছেন নির্বাচকরা।

কুলদীপ যাদব কি প্রথম একাদশে সুযোগ পাবেন? এটা কিন্তু লাখ টাকার প্রশ্ন। ইংল্যান্ড সিরিজে তিনি ভারতীয় স্কোয়াডে থাকলেও কোনও টেস্টে সুযোগ পাননি। গৌতম গম্ভীর দলে অলরাউন্ডারের আধিক্য রাখতে পছন্দ করেন। সেক্ষেত্রে রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেলের নামই সবার আগে আসছ। তাহলে কি চতুর্থ স্পিনার হিসাবে প্রথম এগারোয় থাকবেন কুলদীপ? আদতে যদি তেমনই হয়, তাহলে ভারতকে প্রথম একাদশে মাত্র একজন বিশেষজ্ঞ পেসার নিয়ে নামতে হবে। সেক্ষেত্রে নীতীশ কুমার রেড্ডির কী হবে? 

নীতীশকে খেলালে কোপ পড়তে পারে চার স্পিনারের কোনও একজনের উপর। উল্লেখ্য, কুলদীপ দেশের হয়ে শেষ টেস্ট খেলেছেন ২০২৪ সালে, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ২০১৭ সালে এই ‘চায়নাম্যান’ বোলারের টেস্টে অভিষেক হলেও আট বছরে তিনি দেশের হয়ে সুযোগ পেয়েছেন মাত্র ১৩টি টেস্টে। ৫৬ উইকেটও রয়েছে তাঁর। গড় ২২.১৬। এখন দেখার, ভারতীয় দল কোন কম্বিনেশনে যায়। তবে এটুকু নিশ্চিত, প্রথম একাদশ বাছাই করতে নির্বাচকরা কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে চলেছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ