ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪১ বছরের ইতিহাসে প্রথমবার এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান। সেই ফাইনাল ঘিরে রীতিমতো সংঘর্ষের আবহ দুই শিবিরে। ম্যাচটি আয়োজিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য নিরাপত্তার ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে গোটা স্টেডিয়ামে। তৎপর দুবাই পুলিশও।
দুবাই ইভেন্টস সিকিউরিটি কমিটি মার্কি এনকাউন্টারের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা ঘোষণা করেছে। সম্প্রতি পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা এবং অপারেশন সিঁদুরের পর দুই দেশের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। এমন আবহে কড়া নিরাপত্তাজনিত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ম্যাচটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কোনও কসরত ছাড়ছেন না কর্তৃপক্ষ।
ইতিমধ্যেই বার্তা দেওয়া হয়েছে, বেশ কিছু বিধিনিষেধ নেওয়া হয়েছে। সেসব মেনে স্টেডিয়ামে ঢুকতে হবে দর্শকদের। জানা গিয়েছে, স্টেডিয়ামে প্রত্যেককে পরীক্ষা করে ঢুকতে দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশিকা:
১. খেলা শুরুর কমপক্ষে তিন ঘণ্টা আগে স্টেডিয়ামে পৌঁছাতে হবে।
২. একটি বৈধ টিকিটে কেবল একজনই ঢুকতে পারবেন। কিন্তু পুনরায় প্রবেশের অনুমতি নেই।
৩. নিরাপত্তাকর্মীদের নির্দেশ মেনে চলতে হবে। স্টেডিয়ামের বিভিন্ন জায়গায় টাঙানো থাকবে সাইনবোর্ডে। সেখানে লেখা সব নিয়ম অনুসরণ হবে।
৪. নির্দিষ্ট জায়গাতেই কেবলমাত্র গাড়ি পার্ক করা যাবে। যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে ওঠানামা করা যাবে না।
কী কী জিনিস নিয়ে স্টেডিয়ামে ঢোকা যাবে না কী কী জিনিস নিয়ে? বলা হয়েছে, আতশবাজি, মশালজাতীয় জিনিস, লেজার পয়েন্টার এবং যে কোনও দাহ্যপদার্থ, বিপজ্জনক জিনিস অর্থাৎ ধারাল জিনিস, অস্ত্র, বিষাক্ত পদার্থ এবং রিমোট-নিয়ন্ত্রিত ডিভাইস,বড় ছাতা, ক্যামেরার ট্রাইপড/রিগ, সেলফি স্টিক আয়োজকদের অনুমোদনহীন ব্যানার, ফ্লেক্স বা ব্যানার, কাচের সামগ্রী ইত্যাদি নিয়ে মাঠে ঢোকা যাবে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.