ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর ব্যাটেই এশিয়া কাপ জিতেছে ভারত। তারপর দেশে ফিরে কার্যত নায়কের মতো সম্মান পাচ্ছেন তিলক বর্মা। বিমানবন্দর থেকে হুডখোলা গাড়িতে চাপিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয় তাঁকে। তরুণ ব্যাটারের নামে জয়ধ্বনি দিতে থাকেন ভিড় জমানো ক্রিকেটপ্রেমীরা। এশিয়া কাপ জেতার পর অবশ্য তিলকের কটাক্ষ, পাকিস্তানকে এখন তো আর মাঠে দেখতে পাচ্ছি না!
রবিবারের দুবাইয়ে এশিয়া কাপ ফাইনালে প্রবল চাপ থেকে ভারতকে উদ্ধার করে পাকিস্তানের গ্রাস থেকে একা ফাইনাল ম্যাচ ছিনিয়ে চলে যান তিলক। মাত্র ৫৩ বলে অপরাজিত ৬৯ করে। যে ইনিংসকে ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ইনিংস হিসেবে অভিহিত করা হচ্ছে। কিন্তু সেই ইনিংস খেলা খুব একটা সহজ ছিল না তিলকের পক্ষে। একে তো ভারত ২০-৩ হয়ে গিয়েছিল ইনিংস শুরুর চার ওভারের মধ্যে। তার উপর দু’দেশের সম্পর্ক এতটাই অগ্নিগর্ভ হয়েছিল যে, তিলক ক্রিজে আসা মাত্র পাকিস্তানি ক্রিকেটাররা তাঁকে কথা শোনাতে শুরু করেন। উত্যক্ত করতে শুরু করেন। গালিগালাজ করতে থাকেন।
তার মধ্যেও ম্যাচ জেতানো ইনিংস খেলেন তরুণ ব্যাটার। চ্যাম্পিয়ন হওয়ার পর তিলক বলেন,”আমি স্রেফ চেয়েছিলাম, আমার ব্যাট কথা বলুক। আমি নামার পর ওরা প্রচুর ক্যাঁচরম্যাচর করছিল। প্রচুর কথাবার্তা বলছিল। আমি শুধু ব্যাট দিয়ে উত্তর দিতে চেয়েছিলাম। কিন্তু কী ব্যাপার বলো তো? পাকিস্তানকে এখন তো আর মাঠে দেখতে পাচ্ছি না।” স্টেডিয়ামজুড়ে বন্দেমাতরম ধ্বনিও তাঁকে প্রবলভাবে তাতিয়ে দিয়েছিল, বলছেন তিলক।
দারুণ ইনিংস খেলে দেশে ফেরার পর নায়কের সম্মান পাচ্ছেন হায়দরাবাদি ব্যাটার। সোমবার তাঁকে স্বাগত জানাতে হায়দরাবাদের শামসাবাদ বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন ভক্তরা। সেখানে তেলেঙ্গানার স্পোর্টস অথরিটির তরফে সংবর্ধনা দেওয়া হয় তিলককে। তারপর হুডখোলা গাড়িতে চেপে বিমানবন্দর ছাড়েন বাঁহাতি তারকা ব্যাটার, একেবারে নায়কের মেজাজে।
A warmly Welcomed of Tilak Verma At Hyderabad Airport..!!
The Unbelievable Craze..!!
— ⁴⁵ (@rushiii_12)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.