Advertisement
Advertisement
Tilak Varma and Sahibzada Farhan

এটাই পার্থক্য! এশিয়াসেরা হওয়ার পরই জাতীয় কর্তব্যে তিলক, পাকিস্তানে সংবর্ধিত ‘হেরো’ ফারহান

অভিষেক শর্মাও দিদির বিয়ের রিসেপশন ছেড়ে ভারত 'এ' দলের হয়ে খেলছেন।

Tilak Varma is with India A team while Pakistan felicitate batter Sahibzada Farhan
Published by: Arpan Das
  • Posted:October 4, 2025 12:49 pm
  • Updated:October 4, 2025 12:49 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে নায়ক হয়েছিলেন তিলক বর্মা। টুর্নামেন্টের সেরা প্লেয়ার হয়েছেন অভিষেক শর্মা। দুজনেই এই মুহূর্তে ভারত ‘এ’ দলের হয়ে খেলছেন। অন্যদিকে ভারতের কাছে এশিয়া কাপের ফাইনাল-সহ তিনবার হেরেছে পাকিস্তান। ফাইনালে হাফসেঞ্চুরি করেছিলেন সাহিবজাদা ফারহান। দল হারুক, তাতে কী যায়ে আসে! পাকিস্তানে ফিরতেই সংবর্ধনা পেলেন পাক ব্যাটার। যা দেখে নেটিজেনরা বলছেন, এটাই দু’দেশের পার্থক্য।

Advertisement

এশিয়া কাপে ৩১৪ রান করেছিলেন অভিষেক। দিদির বিয়ের রিসেপশন ফেলে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি ওয়ানডে ম্যাচে মাঠে নামেন তিনি। তবে রান পাননি। কিন্তু তিলক ১২২ বলে ৯৪ রান করেন। এশিয়া কাপ ফাইনালে ৬৯ রান করে ম্যাচের সেরা হয়েছিলেন। এবারও ভারতের রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত তিলক। এশিয়া কাপের ফাইনাল ছিল ২৮ সেপ্টেম্বর। তার পাঁচদিন পরই ফের মাঠে নামলেন অভিষেক, তিলকরা। এর মধ্যে প্রথমজন এখনও ওয়ানডে জার্সি পরার সুযোগ পাননি। দ্বিতীয়জন নিয়মিত নন। ফলে দুজনেই সেই তাগিদটা দেখাচ্ছেন।

আর তার সম্পূর্ণ উলটো ছবি পাকিস্তানে। এশিয়া কাপ ফাইনালে ৩৮ বলে ৫৭ রান করেছিলেন সাহিবজাদা ফারহান। নিঃসন্দেহে একসময় ভারতকে চাপে ফেলে দিয়েছিলেন তিনি। সব মিলিয়ে এশিয়া কাপে করেন ২১৭ রান। যা তিলকের থেকে মাত্র ৩ রান বেশি আর অভিষেকের থেকে ৯৭ রান পিছনে। পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা অবশ্য মেতে রয়েছেন ফারহানের বন্দুক সেলিব্রেশন নিয়ে। তাছাড়া ফাইনালে ভারতের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করাও তো কম কৃতিত্বের নয়। দল হেরেছে ঠিকই, তা বলে সংবর্ধনায় কমতি হচ্ছে না। নেটিজেনরা বলছেন, দুদেশের ক্রিকেট সংস্কৃতির এটাই তফাৎ। অনেকে আবার মজা করে বলছেন, ‘পাকিস্তানিরা ছোট ছোট বিষয়ে আনন্দ খুঁজে পায়।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ