Advertisement
Advertisement
Tim David

রাসেলের ব্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই রেকর্ড ভাঙা সেঞ্চুরি ডেভিডের, অল্পে বাঁচল রোহিতের নজির

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজ জেতালেন টিম ডেভিড।

Tim David's record breaking 37-ball century helps Australia secure series win
Published by: Arpan Das
  • Posted:July 26, 2025 1:27 pm
  • Updated:July 26, 2025 1:27 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাধারণত ফিনিশারের ভূমিকা পালন করে থাকেন টিম ডেভিড। অস্ট্রেলিয়ার হয়েও এখন সেই দায়িত্ব তাঁর উপরে। আর সেটা কীভাবে পালন করতে হয়, তার আদর্শ নমুনা দেখালেন ডেভিড। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজ জেতালেন। আর এটাই অস্ট্রেলিয়া ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি। অল্পের জন্য বাঁচল রোহিত শর্মার রেকর্ড। 

Advertisement

আগের ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ক্রিকেট তারকা আন্দ্রে রাসেল। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দ্রে রাসের ব্যাট নিয়ে খেলেন ডেভিড। আর রাসেলের ব্যাটে রাসেলের দেশের বিরুদ্ধেই ঝড় তুললেন তিনি। প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ তোলে ২১৪ রান। সেঞ্চুরি করেন অধিনায়ক সাই হোপ। জবাবে ৪ উইকেট হারিয়েই ২৩ বল বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। ডেভিডের সেঞ্চুরির পাশাপাশি যোগ্য সঙ্গে দেন মিচেল ওয়েন (৩৬)।

ডেভিড হাফসেঞ্চুরি করেন ১৬ বলে। যা টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কোনও ক্রিকেটার দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। এর আগে ১৭ বলে হাফসেঞ্চুরি করেছিলেন মার্কস স্টোয়নিস ও ট্র্যাভিস হেড। তারপর ৩৭ বলে সেঞ্চুরি করেন। যা অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি। তিনি হাঁকান ১১টি ছক্কা। আন্তর্জাতিক ম্যাচে ৩৫ বলে সেঞ্চুরির রেকর্ড রয়েছে ডেভিড মিলার, রোহিত শর্মার। ফলে অল্পের জন্য বেঁচে গেল দুই তারকার রেকর্ড। ভারতের অভিষেক শর্মাও ৩৭ বলে সেঞ্চুরি করেছিলেন।

উল্লেখ্য, আরসিবির হয়ে খেলা ব্যাটার আইপিএলের সময় চোট পেয়েছিলেন। তারপর এই প্রথম মাঠে ফিরলেন। আর ফিরেই রেকর্ড ভাঙা সেঞ্চুরি টিম ডেভিডের ব্যাটে। থুড়ি, ডেভিডের হাতে কিন্তু রাসেলের ব্যাটে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ