Advertisement
Advertisement
CPL

পঞ্চম শিরোপা শাহরুখের দলের! নারিন-পোলার্ডদের দাপটে চ্যাম্পিয়ন নাইট রাইডার্স

একটা সময় রুদ্ধশ্বাস পরিস্থিতিতে পৌঁছে যায় ম্যাচ।

Trinbago Knight Riders are the Caribbean Premier League champions for the fifth time

ছবি এক্স

Published by: Prasenjit Dutta
  • Posted:September 22, 2025 1:20 pm
  • Updated:September 22, 2025 1:21 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হল ত্রিনবাগো নাইট রাইডার্স। সিপিএল ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৩ উইকেটে হারিয়ে দিয়েছে শাহরুখ খানের দল। এই নিয়ে পাঁচবার এই শিরোপা জিতলেন নাইটরা।

Advertisement

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন গায়ানার অধিনায়ক ইমরান তাহির। তবে ঘরের মাঠে ফাইনাল খেলার বাড়তি সুবিধা নিতে পারেনি তারা। প্রথম ওভারের দ্বিতীয় বলেই আন্দ্রে রাসেল ফেরান গায়ানার ওপেনার কুয়েন্টিন স্যাম্পসনকে। এরপর একের পর এক উইকেট হারিয়ে একটা সময় ৬৫ রানের মধ্যে ৫ উইকেট খুইয়ে ফেলে অ্যামাজন ওয়ারিয়র্স। শাই হোপ, মইন আলি, শিমরন হেটমায়ারের মতো ক্রিকেটার থাকলেও তাঁরা বিশেষ কিছু করতে পারেনি। শেষের দিকে ইফতিকার আহমেদ (৩০) এবং ডোয়াইন প্রিটোরিয়াসের (২৫) সৌজন্যে ২০ ওভারে ১৩০ রান করেন তাঁরা।

নাইটদের পক্ষে ভারতীয় বংশোদ্ভূত তারকা সৌরভ নেত্রভালকর পান ৩ উইকেট। আকিল হোসেনের শিকার দু’টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন দুই নাইট ওপেনার কলিন মুনরো এবং অ্যালেক্স হেলস। ১৫ বলে ২৩ রানে সাজঘরে ফেরেন মুনরো। ব্যক্তিগত ২৬ রানে আউট হেলসও। এরপর ফিরে যান অধিনায়ক নিকোলাস পুরান (১)। ড্যারেন ব্র্যাভো করেন ২২ রান। মিডল অর্ডারে সুনীল নারিন (২২), কায়রন পোলার্ড (২১) নির্ভরযোগ্য ইনিংস খেলেন।

একটা সময় ১১৪ রানে ৪ উইকেট ছিল নাইটদের। কিন্তু এরপরেই ক্লাইম্যাক্স! পরপর তিন উইকেট হারিয়ে ত্রিনবাগোর রান হয়ে যায় ১১৬/৭। রুদ্ধশ্বাস পরিস্থিতিতে ৭ বলে ১৬ রানের সংক্ষিপ্ত অথচ ঝোড়ো ইনিংস উপহার হেসনের। ১৮তম ওভারে একটি ছক্কা এবং একটি চার মেরে ১২ বল বাকি থাকতেই জয় এনে দেন তিনি। উল্লেখ্য, ২০১৫, ২০১৭, ২০১৮, ২০২০ সালের পর ফের একবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জিতলেন ত্রিনবাগো নাইট রাইডার্স।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ