Advertisement
Advertisement
Mohammed Siraj

‘তুই বলিসনি কেন?‌’ অ্যাটকিনসনের আউটের আগে গিলের সঙ্গে ‘বিতণ্ডা’য় জড়ান সিরাজ!

এই প্রসঙ্গে মুখ খুলেছেন টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক

‘Tune bola kyu nahi?’ Mohammed Siraj got into an 'argument' with Shubman Gill before Atkinson's dismissal!

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:August 6, 2025 5:37 pm
  • Updated:August 6, 2025 5:58 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওভালে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে বিলেত থেকে সিরিজ ড্র রেখে ফিরছে টিম ইন্ডিয়া। অবিশ্বাস্য পারফরম্যান্স করে মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণদের দাপটে পঞ্চমদিনে মাত্র ২৮ রানে ৪ উইকেট পড়েছে ইংল্যান্ডের। কিন্তু এই পরিস্থিতিতেও জানা গিয়েছে, অ্যাটকিনসনের আউটের আগে গিলের সঙ্গে নাকি ‘বিতণ্ডা’য় জড়িয়েছিলেন সিরাজ। এই প্রসঙ্গে মুখ খুলেছেন টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক নিজেই।

Advertisement

ইংল্যান্ডের জয়ের জন্য তখন ২০ রান দরকার। ৯ উইকেট হারিয়ে ফেলা ইংল্যান্ডকে ভরসা জোগাতে ভাঙা কাঁধ নিয়ে ব্যাট করতে নামেন ক্রিস ওকস। ব্যাটিং এন্ডে তখন গাস অ্যাটকিনসন। স্বাভাবিকভাবেই ওকস ব্যাটিং করার মতো অবস্থায় না থাকায় তাঁকে স্ট্রাইক দিচ্ছিলেন না অ্যাটকিনসন। শেষ বলে পড়িমরি করে সিঙ্গেল রান নিচ্ছিলেন তিনি। কীভাবে অ্যাটকিনসনকে আউট করা যায়, তা নিয়ে সিরাজের সঙ্গে শলাপরামর্শ করেন শুভমান। কিন্তু সেই পরিকল্পনাও শেষমেশ কাজে না আসার কারণ ব্যাখ্যা করলেন ভারত অধিনায়ক।

ওভাল টেস্টের ৮৪তম ওভারের ঘটনা। ওয়াইড ইয়র্কার করার কথা সিরাজকে বলেছিলেন শুভমান। সেই মতো ওয়াইড ইয়র্কার করেন ভারতীয় পেসার। বলটা মিসও করেন অ্যাটকিনসন। কিন্তু তার পরেও পরের ওভারে স্ট্রাইক পাওয়ার আশায় তিনি ছোটেন। ধ্রুব জুড়েল চেষ্টা করেও উইকেট ভাঙতে পারেননি।

গিল বলছেন, ‌”জুড়েলকে গ্লাভস খুলে কিপিং করার কথা জানিয়েছিল সিরাজ। এতে রান আউট করায় সুবিধা হয়। তবে যতক্ষণ আমি ওকে এ কথা বলেছি, ততক্ষণ সিরাজ দৌড়তে শুরু করে দিয়েছে। তাই ও গ্লাভস খোলার সময় পায়নি। পরে সিরাজ আমাকে বলে, তুই এই কথা জুড়েলকে কেন বলিসনি?‌” যদিও পরের ওভারেই অ্যাটকিনসনকে বোল্ড করেন সিরাজ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ