সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) হাত ধরে নতুন করে সংস্কার হওয়া মোতেরা স্টেডিয়ামের উদ্বোধন হল বুধবার। প্রথমে সর্দার বল্লভভাই প্যাটেলের নামে থাকলেও এদিন বিশ্বের সবচেয়ে বড় এই ক্রিকেট স্টেডিয়ামের নাম রাখা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) নামে। আর এই নাম পরিবর্তন নিয়েই এবার সরগরম নেটদুনিয়া। এমনকী অরবিন্দ কেজরিবালের দল আপের তরফ থেকেও কটাক্ষ করে একটি টুইট করা হয়।
এদিনের অনুষ্ঠানে সস্ত্রীক রাষ্ট্রপতি ছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি প্রধানমন্ত্রীর নামে স্টেডিয়ামের নামকরণের প্রসঙ্গে বলেনও, “মুখ্যমন্ত্রী থাকাকালীন মোদি সবসময় একটাই কথা বলতেন, গুজরাটিদের দুটি ক্ষেত্রে আরও এগোতে হবে। এক, ভারতীয় সেনায় যোগদান এবং দুই, খেলার ক্ষেত্রে। এরপরই তিনি আমার অনুরোধে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের দায়িত্ব গ্রহণ করেন। তিনিই চেয়েছিলেন বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম এখানে তৈরি হোক। এই ১ লক্ষ ৩২ হাজার দর্শকাসনের স্টেডিয়ামটির নাম এবার থেকে নরেন্দ্র মোদি স্টেডিয়াম।”
এদিকে, এই ঘোষণার পরই নেটদুনিয়া কিন্তু বেশ সরগরম। সর্দার প্যাটেলের নামে তৈরি হওয়া স্টেডিয়ামের নামকরণ কেন প্রধানমন্ত্রীর নামে? অনেকেই সেই নিয়ে প্রশ্ন তোলেন। কটাক্ষ করে ‘লগে রহো মুন্নাভাই’ সিনেমার একটি ভিডিও টুইট করে আপ। কেউ কেউ আবার স্টেডিয়ামে রিলায়েন্স, আদানির নামে স্ট্যান্ড থাকা নিয়েও প্রশ্ন তোলেন। কেউ আবার অভিযোগ করেন, আরও একবার BJP-RSS সর্দার প্যাটেলকে অপমান করল।
Just In : RSS – BJP Government insults Sardar Vallabhbhai Patel once again.
Motera Stadium in Ahmedabad renamed from Sardar Vallabhbhai Patel stadium to Narendra Modi Stadium. Sardar Patel had banned RSS in 1948.
— Anshuman Sail (@AnshumanSail)
This officially proves that is a narcissist. Just waiting for bhakts to justify this. Ohh.. it’s already started.
— Masala Dosa (@ABDbilliards)
This honor is generally reserved for the departed noble souls who aren’t among us anymore. So ideally it should have been Nirav Modi Stadium.
— Rofl Gandhi 2.0 🏹🚜 (@RoflGandhi_)
Past: They opposed naming Ahmedabad Airport after “Sardar Patel”Present: Motera Stadium renamed to Narendra Modi Stadium
Future: Narendra Modi International Airport, Gujarat.
Meanwhile Sardar Patel:
— Oppressor 🤴 (@turningbraiin)
Stadium named Narendra Modi Stadium & Stands named as Adani-Ambani stands😁
Thats what is Modi is all about👏👏
— Gss (@Gss_Views)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.