প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ডাকাতির ঘটনা! সিপিএল খেলতে গিয়ে ভয়ানক বিপদের সম্মুখীন দুই ক্রিকেটার। রেহাই পাননি সিপিএলের এক কর্তাও। জানা গিয়েছে, বার্বাডোসে এই ঘটনা ঘটেছে ৯ সেপ্টেম্বর, ভারতীয় সময় ভোর ৩টে নাগাদ। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে।
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের দুই ক্রিকেটার একটি অনুষ্ঠানের পর বাড়ি ফিরেছিলেন। তাঁদের সঙ্গে সিপিএলের এক কর্তাও ছিলেন। তাঁরা গাড়ি থামিয়েছিলেন খাবার কেনার জন্য। সেই সময় তাঁদের উপর চড়াও হয় স্থানীয় কয়েকজন। এমনকী ওই তিনজনের মাথায় বন্দুকও ঠেকায়। তাঁদের কাছ থেকে টাকা, গয়না-সহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা।
তাঁরা অবশ্য কোনও বিবাদেও জড়াননি। হোটেলে ফিরে কর্তৃপক্ষকে বিষয়টা জানানো হলে সঙ্গে সঙ্গে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। বার্বাডোজ পুলিশ তদন্তও শুরু করে। ঘণ্টাখানেক পর পুলিশের ধারে ধরা পড়ে দুষ্কৃতীরা। দুই ক্রিকেটার এবং সিপিএল কর্তার কাছ থেকে চুরি যাওয়া সব কিছুই উদ্ধার করা হয়েছে বলে খবর।
দুই ক্রিকেটারের নাম প্রকাশ করেনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে সিপিএলের এক কর্তা বলেছেন, “সকলের জন্য নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। গোটা বিষয়টি পুলিশের তদন্তাধীন। তাদের আমরা সমস্ত রকম ভাবে সহযোগিতা করব।” অন্যদিকে প্যাট্রিয়টস ইতিমধ্যে আশ্বস্ত করেছে, তাদের খেলোয়াড় এবং কর্মীরা নিরাপদে আছেন। তারাও পুলিশকে সহযোগিতা করছেন। প্যাট্রিয়টসের পরবর্তী ম্যাচ ১১ সেপ্টেম্বর বার্বাডোস রয়্যালসের বিরুদ্ধে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.