সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক ইনিংসে দু’টি হ্যাটট্রিক করে দুর্দান্ত এক নজির ভারতীয় বংশোদ্ভূত এক ক্রিকেটারের। ৩৭ বছরের এই ক্রিকেটারের নাম কিশোর কুমার সাধক। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের ষষ্ঠ ডিভিশনের ম্যাচে এই কৃতিত্ব স্থাপন করেছেন তিনি। কিশোর নেমেছিলেন ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাবের হয়ে। তাদের বিপক্ষে ছিল কেসগ্রেভ। বলা চলে, একাই কেসগ্রেভের ইনিংসকে তাসের ঘরের মতো ভেঙে দেন কিশোর।
২১ রানে ৬ উইকেট পেয়েছেন তিনি। এরমধ্যে পাঁচজনই ক্লিন বোল্ড। একজন হয়েছেন ক্যাচ আউট। পাঁচজন আবার রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন। কিশোর তাঁর চতুর্থ ওভারের শেষ তিনটি বলে পরপর উইকেট নিয়ে প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন। এর পরের ওভারের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বলে ফের তিন উইকেট নিয়ে তিনি আরও একটি হ্যাটট্রিক করেন। শুধু বোলিংই নয়, ব্যাটিংয়েও কিছুটা অবদান রেখেছেন কিশোর। ১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ রানের অপরাজিত থেকে যান তিনি। ছোট্ট ইনিংসটিতে ছিল দু’টি চার এবং একটি ছক্কা। মাত্র ২১ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় লক্ষ্য পূরণ করে কিশোরের ক্লাব।
এমন অনন্য নজির গড়ে কিশোর বলেন, “ছ’নম্বর ব্যাটারকে আউট করার পর দারুণ এক অনুভূতি হচ্ছিল। যেন হাওয়ায় ভাসছিলাম। এটা অবিশ্বাস্য! ম্যাচের পরে প্রচুর ফোন পেয়েছি। দলের সকলে মিলে রেস্তরাঁয় খেতে গিয়েছিলাম। আমরা প্রায় আড়াই ঘণ্টা সেখানে কাটিয়েছি। দারুণ সব মুহূর্ত কাটিয়েছি।”
এক ম্যাচে দু’টি হ্যাটট্রিক করার কৃতিত্ব অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্কেও রয়েছে। ২০১৭ সালে নিউ সাউথ ওয়েলসের হয়ে শেফিল্ড শিল্ডের একটি ম্যাচে এই কীর্তি স্থাপন করেছিলেন বাঁ-হাতি পেসার। ১১৩ বছর আগে ওল্ড ট্র্যাফোর্ডের একটি ম্যাচেও অনেকটা এমনই ঘটনা ঘটেছিল। অস্ট্রেলিয়ার জিমি ম্যাথিউস দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও দু’টি হ্যাটট্রিক করেছিলেন। যদিও দুই ইনিংস মিলিয়ে দু’টি হ্যাটট্রিকের সহায়তায় ৬ উইকেট তুলে নিয়েছিলেন তিনি।
Rare feat (witnessed 113 years ago) accomplished by Kishor Kumar Sadhak on 5 July 2025 in Two Counties – Division 6 match for .
TWO HAT-TRICKS in consecutive overs in a single match !
— IPsCoL Cricket 🏏 Club (@IPSCOLCC)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.