Advertisement
Advertisement
Arshdeep Singh

অনুশীলনে কোচের সঙ্গে কুস্তি দুই পেসারের! দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় শিবিরে অশান্তি?

আসল ঘটনাটা কী?

Two pacers wrestle with coach in practice! Is there unrest in the Indian camp before the second Test?
Published by: Prasenjit Dutta
  • Posted:June 30, 2025 6:36 pm
  • Updated:June 30, 2025 6:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২ তারিখ থেকে এজবাস্টনে শুরু হতে চলেছে দ্বিতীয় টেস্ট। এজবাস্টন এমন একটা জায়গা, যেখানে কখনও টেস্ট জেতেনি ভারত। প্রথম ম্যাচ হেরে এমনিতেও যথেষ্ট চাপে শুভমানরা। তার উপর এমন পরিসংখ্যান যথেষ্ট চিন্তায় রাখবে টিম ইন্ডিয়াকে। তবে, অনুশীলনে যথেষ্ট ফুরফুরে রয়েছেন ক্রিকেটাররা। আগের দিনই মহম্মদ সিরাজের ব্যাট ভাঙা নিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে। আর এবার বাঁ-হাতি পেসার অর্শদীপ সিংকে বলতে শোনা গেল তাঁরা বোলিং কোচ মর্নি মর্কেলের সঙ্গে কুস্তি লড়েছেন।

তাঁরা মানে কারা? অর্শদীপের সঙ্গে কি আর কেউ ছিলেন? দেখা গিয়েছে, অর্শদীপের সঙ্গে রয়েছে আকাশ দীপও। আর কুস্তির প্যাঁচ দিয়ে বোলিং কোচ চিৎকার করে বলছেন, “এখানেই বন্ধ অনুশীলন। আর হবে না অনুশীলন।” কিন্তু অনুশীলনে এমন ‘ঝাড়পিটে’র পরিস্থিতি তৈরি হল কেন? তাহলে কি দুই ক্রিকেটারের সঙ্গে মর্কেলের ঝগড়া বেধেছে? ঘটনাটা কী?

বিসিসিআইয়ের শেয়ার করা এক ভিডিওতে অর্শদীপ ব্যাখ্যা দিয়ে বলেন, “মর্কেল ভাই হঠাৎ বলেছিল, প্যাকটিস শেষ হওয়ার পর ও আমাদের কুস্তির প্যাঁচ দেখাবে। ও নাকি নতুন প্যাঁচ শিখেছে। আমরা নাকি সেই প্যাঁচে কাত হয়ে যাব। আর তারপর আর অনুশীলনই হবে না।” অর্শদীপের কথায়, এটা নাকি মর্কেলের দিন শেষ করার নতুন পদ্ধতি। আর সেটাই প্রয়োগ করতে চেয়েছিলেন। সেই কারণেই কুস্তি লড়েছিলেন তাঁরা। আর তাতে মাটিতে লুটোপুটি খাওয়ার অবস্থা হয় অর্শদীপের। আর তা পাশে বসে দেখেন আকাশ দীপ। পুরো ব্যাপারটাই হয়েছে মজার ছলে।

উল্লেখ্য, দ্বিতীয় টেস্টে জশপ্রীত বুমরাহর না খেলার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে বিকল্প হবেন কে? অনুশীলন দেখে যেটুকু বোঝা যাচ্ছে, তাতে বুমরাহর জায়গায় খেলার সবচেয়ে বেশি সম্ভাবনা বাংলার পেসার আকাশ দীপের। এজবাস্টনের নেটে চেনা ছন্দে দেখা গেল আকাশ দীপকে। আরেকটা সুবিধা হচ্ছে, দু’দিকেই বল সুইং করাতে পারেন তিনি। প্রথম একাদশে আসার সম্ভাবনা কুলদীপ যাদবেরও। তবে প্রথম একাদশে যে অর্শদীপকে দলে রাখা হবে না, তা এখনই জোর দিয়ে বলা যাচ্ছে না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement