ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় মালকিন কাব্য মারানের দলে খেলবেন দুই পাকিস্তানি ক্রিকেটার। দ্য হান্ড্রেডের চলতি মরশুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন প্রাক্তন পাকিস্তানি তারকা মহম্মদ আমির এবং ইমাদ ওয়াসিম। তাঁদের খেলতে দেখা যাবে নর্দার্ন সুপারচার্জার্স দলের হয়ে। ঘটনাচক্রে এই দলের মালিক সানরাইজার্স হায়দরাবাদের মালিক সান গ্রুপ। শেষ মুহূর্তে দুই পাক ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছে বলে খবর। এই ঘটনায় সোশাল মিডিয়ায় রোষের মুখে পড়েছে তারা।
পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে সম্পর্ক তলানিতে। সম্প্রতি এর প্রভাব ক্রিকেটেও পড়েছে। লেজেন্ডস লিগে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকার করে ইরফান পাঠান, হরভজন সিংরা। যদিও আইপিএলে পাক ক্রিকেটারদের খেলার উপর দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা চলছে। দ্য হান্ড্রেডেও হয়তো পাক ক্রিকেটারদের দলে নেওয়া হবে না, এমনই জল্পনা ছিল। কারণ এই ক্রিকেট লিগের আট দলের মধ্যে চার দলের মালিক ভারতীয় বংশোদ্ভূত। আরও দু’জন ভারতীয়-আমেরিকান।
যদিও প্রথম থেকেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বলে আসছিল, মালিকানা বদল হলেও পাকিস্তানি ক্রিকেটারদের এই লিগে খেলতে কোনও বাধা থাকবে না। এমনকী তারা এও বলেছিল, অন্য জায়গায় নিষেধাজ্ঞা থাকলেও ইংল্যান্ডে সেটা হবে না। উল্লেখ্য, ৫ আগস্ট থেকে শুরু হয়েছে হান্ড্রেড লিগ। চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
যদিও কয়েক মাস আগে প্লেয়ার ড্রাফটে কোনও পাক ক্রিকেটারকে দলে রাখা হয়নি। সেই কারণেই অনেকেই ধরে নিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটারদের এই প্রতিযোগিতায় খেলতে দেখা যাবে না। কিন্তু আদলে দেখা গেল ভিন্ন গল্প। মহম্মদ আমির এবং ইমাদ ওয়াসিমকে নেওয়া হল নর্দার্ন সুপারচার্জার্স দলে। বেন ডরশুইস এবং মিচেল স্যান্টনারের জায়গায় তাঁদের দলে নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সোশাল মিডিয়ায় রোষের মুখে পড়েছে সান গ্রুপ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.