Advertisement
Advertisement
Ravindra Jadeja

‘চূড়ান্ত নিরাশ করেছে’, টেস্ট হারের পর ‘টুকরোটাকরা ক্রিকেটার’ জাদেজাকে নিশানা মঞ্জরেকরের

অতীতে জাদেজাকে 'টুকরোটাকরা ক্রিকেটার' বলে বিতর্কে জড়িয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার।

'Ultimately disappointing', Manjrekar targets Ravindra Jadeja after Test loss
Published by: Prasenjit Dutta
  • Posted:June 25, 2025 6:54 pm
  • Updated:June 26, 2025 4:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ টেস্টের সিরিজে প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে গিয়েছে ভারত। চতুর্থ দিনের মাঝামাঝিও বোঝা যায়নি, এভাবে পরাজয় স্বীকার করতে হবে শুভমানদের। তবে, এমন হারের পর বেজায় চটেছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar)। তিনি নিশানা করেছেন রবীন্দ্র জাজেদাকে (Ravindra Jadeja)। উল্লেখ্য, অতীতে জাদেজাকে ‘টুকরোটাকরা ক্রিকেটার’ বলে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এবার ফের জাড্ডুর সমালোচনায় মঞ্জরেকর।

তাঁর সাফ কথা, “দলে কোনও অভিজ্ঞ বোলার বা ব্যাটার থাকলে কঠিন পরিস্থিতিতে তাদের কাছে বাড়তি প্রত্যাশা করাটাই স্বাভাবিক। মজার ব্যাপার হল, এই পিচ থেকে ভারতের সিম বোলারদের জন্য তেমন কোনও কোনও সাহায্য ছিল না। এমনকী বুমরাহও পিচ থেকে সাহায্য পায়নি। তাছাড়া, বেন ডাকেট বুমরাহকে দারুণ সামলাচ্ছিল। এই পিচ কিন্তু জাডেজার বোলিংয়ের জন্য উপযুক্ত ছিল। কিন্তু পিচের ক্ষতস্থান তো ও কাজেই লাগাতে পারল না। কিন্তু জাদেজার মতো ক্রিকেটার চূড়ান্ত নিরাশ করেছে। পেসাররা সাহায্য পাচ্ছিল না।”

তাঁর সংযোজন, “দেখুন পঞ্চম দিনে পিচ ভেঙে গেলে সেখান থেকে বোলাররা, বিশেষ করে স্পিনাররা সাহায্য তুলতে পারে। ওর মতো অভিজ্ঞ ক্রিকেটারের থেকে এটুকু তো আশা করাই যায়। প্রসিদ্ধ কৃষ্ণ অনেকটাই তরুণ। তাই ওর সমালোচনা এখনই করা উচিত নয়। ওদের মতো তরুণরা এখনও অনেক উন্নতি করবে। কিন্তু জাদেজার কাছে এমন পারফরম্যান্স একেবারেই প্রত্যাশিত নয়।” তাছাড়াও তিনি কুলদীপ যাদবকে দলে নেওয়ার ব্যাপারে সওয়াল করেছেন।

লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতা, ক্যাচ মিস, নির্বিষ বোলিং ডুবিয়েছে ভারতকে। ফলস্বরূপ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ৫ উইকেটে হার স্বীকার করতে টিম ইন্ডিয়াকে। ম্যাচ হেরে লজ্জার নজির গড়েছেন শুভমানরা। টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে এমন পরাজয় দ্বিতীয়টি নেই। অন্যদিকে, ভারত দুই ইনিংস মিলিয়ে ৮৩৫ রান করেও জয়ের মুখ দেখেনি। টেস্টের ইতিহাসে চতুর্থ দল হিসেবে এত রান করেও হারতে হয়েছে ভারতকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement