ছবি এক্স
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ বলে বিশাল ছক্কায় ম্যাচ জিতিয়ে তিনি এখন নায়ক। মেজর লিগ ক্রিকেটে অভিনব এই কীর্তির মালিক শিমরন হেটমায়ার। ক্যারিবিয়ান তারকার এমন দাপটে সিয়াটেল অরকাস হারিয়ে দিয়েছে এমআই নিউ ইয়র্ককে। মজার ব্যাপার, হেটমায়ার ছক্কা মেরেছেন জাতীয় দলের সতীর্থ কায়রন পোলার্ডের বলে। অথচ গোটা ইনিংসটাই তিনি খেলেছিলেন চোট নিয়ে।
ইনিংসের বেশিরভাগ সময় চোট সমস্যা বেশ ভুগিয়েছিল আইপিএলে রাজস্থান রয়্যালসে খেলা হেটমায়ারকে। কিন্তু কাবু হননি। করেন ৪০ বলে অপরাজিত ৯৭। ইনিংসটিকে অনেকেই বলছেন, এমএলসি’র ইতিহাসে অন্যতম সেরা। প্রসঙ্গত, শেষ ওভারে সিয়াটেলের দরকার ছিল ৯ রান। নিউ ইয়র্ক অধিনায়ক বল দেন পোলার্ডকে। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হেটমায়ারের সঙ্গী জেসি সিংকে প্রায় কাবুই করে ফেলেছিলেন পোলার্ড। ন’নম্বরে ব্যাট করতে নামা জেসি সিং প্রথম তিন বলে করেন মাত্র ১ রান।
চতুর্থ এবং পঞ্চম বলেও বেশি কিছু করতে পারেননি স্বয়ং হেটমায়ারও। করেন ২ রান। জয়ের জন্য শেষ বলে সিয়াটেলের দরকার ছিল ৬ রান। শেষ বলেই কামাল করেন ২৮ বছরের এই ক্যারিবিয়ান তারকা। এভাবেই ৩ উইকেটে ম্যাচ জিতে নেয় সিয়াটেল। ছ’নম্বরে ব্যাট করতে নামা হেটমায়ারের ইনিংসটি সাজানো ছিল ৯টি ছক্কা এবং ৫টি চার দিয়ে।
প্রথমে ব্যাট করে এমআই করে ৪ উইকেটে ২৩৭। নিকোলাস পুরান করেন ৬০ বলে ১০৮। তাজিন্দর সিং ৩৫ বলে ৯৫ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন। তখনও বোঝা যায়নি, এভাবে শেষ বলে হার মানতে হবে এমআই’কে। ম্যাচ জেতানো ইনিংস খেলে হেটমায়ার বলেন, “চোটটাই আমাকে অনেকটা সাহায্য করেছে। বেশি দৌড়তে পারিনি।” আর এই কারণেই হয়তো ‘বিগ হিট’ হাঁকানো ছাড়া আর কোনও উপায় ছিল না। উল্লেখ্য, গত আইপিএলে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন তিনি। ১৪ ম্যাচে করেছিলেন মাত্র ২৩৯ রান। কিন্তু মেজর ক্রিকেট লিগে ফিরেই ছন্দ ফিরে পেয়েছেন হেটমায়ার।
More crazy final ball scenes in the MLC! 🤯
There was six needed off the last ball for Shimron Hetmyer and Seattle to complete a successful chase of 238.
Kieron Pollard running in to bowl…
— 7Cricket (@7Cricket)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.