Advertisement
Advertisement
Asia Cup

আনফিট সূর্য, প্রশ্ন হার্দিককে নিয়ে, এশিয়া কাপের অধিনায়ক বাছতে চাপে বোর্ড

সূর্যকুমারের চোট নিয়ে মেডিক্যাল টিম কী বলছে?

Unfit Surya, questions about Hardik, board under pressure to choose Asia Cup captain

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:August 11, 2025 12:31 pm
  • Updated:August 11, 2025 12:31 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। তার আগে সূর্যকুমার যাদবের ফিটনেস নিয়ে সংশয় দূর হয়নি। তাঁকে আদৌ আসন্ন এশিয়া কাপে খেলতে দেখা যাবে কি না, সেই প্রশ্নের এখনও উত্তর পাওয়া যায়নি। অন্যদিকে, ফিটনেস পরীক্ষা দিতে হবে হার্দিক পাণ্ডিয়াকেও বলে খবর। এই দু’জনই যদি ছিটকে যান, তাহলে এশিয়া কাপের অধিনায়ক বাছতে চাপে পড়বে বোর্ড।

Advertisement

‘টাইমস অফ ইন্ডিয়া’র প্রতিবেদন অনুসারে, ১১ ও ১২ আগস্ট বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস পরীক্ষা দেবেন পাণ্ডিয়া। মাঝ জুলাই থেকে মুম্বইয়ে অনুশীলন শুরু করেছেন হার্দিক। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এ বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই অলরাউন্ডার। সাদা বলের ক্রিকেটে অন্যতম ভরসা তিনি। তাছাড়াও আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপও রয়েছে। সেই কারণেই টিম ইন্ডিয়া চাইছে সম্পূর্ণ ফিট হার্দিককে। তাই তাঁকে নিয়ে ‘ধীরে চলো’ নীতি নিয়েছে টিম ম্যানেজমেন্ট। পাণ্ডিয়ার আগে ২৭-২৯ জুলাই শ্রেয়স আইয়ার ফিটনেস পরীক্ষা দিয়েছিলেন। ২০২৩ সালের ডিসেম্বরে শেষ টি-টোয়েন্টি খেলা শ্রেয়সের উপর নির্বাচকরা আস্থা রাখেন কি না, সেটাও দেখার।

অন্যদিকে, জুন মাসে জার্মানিতে অস্ত্রোপচার হয়েছে ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের। স্পোর্টস হার্নিয়ায় আক্রান্ত হয়েছিলেন ‘স্কাই’। জার্মানির মিউনিখের একটি হাসপাতালে অস্ত্রোপচার করিয়েছেন তিনি। আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন তিনি। জানা গিয়েছে, আরও অন্তত এক সপ্তাহ সেখানেই থাকবেন সূর্য। মেডিক্যাল টিম সর্বক্ষণ তাঁর উপর নজর রেখেছে। সম্প্রতি একটা ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেখানে সূর্যকুমারকে ব্যাটিং প্র্যাকটিস করতে দেখা গিয়েছিল। ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘নিজের প্রথম ভালোবাসা এটা। সেখানে ফেরার আর তর সইছে না।’

কিন্তু প্রশ্ন হল সূর্য এশিয়া কাপে খেলতে না পারলে ভারতীয় দলকে নেতৃত্ব কে দেবেন? এই ব্যাপারেও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। প্রসঙ্গত, আইপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন সূর্যকুমার। ১৬ ম্যাচে ৭১৭ রান করেছিলেন। গড় ৬৫.১৮। স্ট্রাইক রেট ছিল ১৬৭.৯। সবচেয়ে বড় ব্যাপার হল, ১৬টি ইনিংসেই ২৫+ রান করেছিলেন। যা আইপিএলের ইতিহাসে একটি রেকর্ডও। অস্ত্রোপচারের পর ভারতীয় দলের হয়েও সূর্য সেই ফর্ম দেখাতে পারেন কি না, সেটাই দেখার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ