ছবি এক্স
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডে ‘বৈভব ম্যানিয়া’। মাত্র ১৪ বছর বয়সেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে বৈভব সূর্যবংশী। তাকে দেখতে মাইল কে মাইল পথ পাড়ি দিতে দ্বিধা করেন না ভক্তরা। ঠিক তেমনই ঘটনা ইংল্যান্ডে। কেবল বৈভবের সঙ্গে দেখা করতে ছ’ঘণ্টা গাড়ি চালিয়ে দুই কিশোরী সমর্থক উরস্টার গিয়েছে।
আইপিএলে মাত্র ৩৫ বলে সেঞ্চুরির পর অনূর্ধ্ব-১৯ একদিনের সিরিজেও তাঁর অসাধারণ পারফরম্যান্স নজর কেড়েছে। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৫২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে তৈরি করেছে বিশ্বরেকর্ড। তরুণদের ওয়ানডেতে পাকিস্তানের কামরান গুলামের ৫৩ বলে সেঞ্চুরির রেকর্ড ভেঙেছে ভারতের এই ‘বিস্ময় বালক’। আর তাতে এতটাই মুগ্ধ যে, দুই কিশোরী সমর্থক তাদের বাবার সঙ্গে পৌঁছে যায় বৈভবের সঙ্গে দেখা করতে। বাঁ-হাতি তারকার সঙ্গে ছবিও তুলেছে তারা।
দুই সমর্থকের নাম আনিয়া এবং রিভা। দু’জনের বয়সই ১৪-র আশপাশে। অর্থাৎ বৈভবের সমবয়সি বলা চলে তাদের। আনিয়া এবং রিভার গায়ে ছিল রাজস্থান রয়্যালসের জার্সি। বৈভবের ক্রিকেটীয় জীবনে রাজস্থানের অবদান কম কিছু নয়। আইপিএলের মেগা নিলামে কোটি টাকায় তারা কিনে নিয়েছিল বৈভবকে। তাকে দেখে উচ্ছ্বাস চেপে রাখতে পারেনি দুই কিশোরী। রীতিমতো চিৎকার করে আনন্দে মেতে ওঠে তারা। রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে এই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়।
সোমবার উরস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচে অবশ্য অন্য অবতারে পাওয়া যায় বৈভবকে। সেদিন ‘ব্যতিক্রমী’ বৈভবকে দেখলেন ভক্তরা। ওপেনে নেমে ৪২ বলে ৩৩ রানের ইনিংস উপহার দিয়েছে সে। যে বৈভব মাঠে নামলে ছার-ছক্কার বন্যা বয়, সেই বৈভবের স্ট্রাইক রেট ছিল ১০০-র কম। তাছাড়া ধীরস্থির ইনিংসেও দু’টো ছক্কা হাকিয়েছে সে। তবে গোটা সিরিজে দুর্দান্ত খেলে পাঁচ ম্যাচে ৩৫৫ রান করেছে বৈভব। পাঁচ ম্যাচে ২৯টি ছক্কা হাঁকিয়েছে। স্ট্রাইক রেট ১৭৪.০২। ভালো খেলে নিজের প্রোফাইল শক্তিশালী তো করছেই, সঙ্গে তার ভক্তকুলকেও মুগ্ধ রাখছে বৈভব সূর্যবংশী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.