Advertisement
Advertisement
Vaibhav Suryavanshi

এক ইনিংসে ৯ ছক্কা! ইংল্যান্ডের বিরুদ্ধে নয়া রেকর্ড বৈভবের, অনায়াসে জিতল ভারত

ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলেও রীতিমতো দাপট দেখাচ্ছে বিস্ময় বালক।

Vaibhav Suryavanshi continues record-breaking run in England
Published by: Subhajit Mandal
  • Posted:July 3, 2025 10:06 am
  • Updated:July 3, 2025 10:06 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলেই ভারতীয় ক্রিকেটে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল পনেরো বছরের বৈভব সূর্যবংশী। এবার ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলেও রীতিমতো দাপট দেখাচ্ছে সে। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে নয়া রেকর্ড গড়ল ভারতের বিস্ময় বালক।

ভারতীয় অনূর্ধ্ব ১৯ টিম ইংল্যান্ড সফরে গিয়েছে। বুধবার তৃতীয় ইয়ুথ ওয়ানডে ছিল। প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৪০ ওভারে ২৬৮/৬ রান তোলে। কিন্তু সেটা তাড়া করতে ভারতের কোনও সমস্যা হয়নি। কারণ শুরু থেকেই দাপুটে মেজাজে ব্যাট করে যায় বৈভব। মাত্র ৩১ বলে ৮৬ রানে বিধ্বংসী ইনিংস খেলে ভারতের বিস্ময় বালক। তাঁর ইনিংস সাজানো রইল ছ’টা বাউন্ডারি আর ন’টা ছয় দিয়ে। ইংল্যান্ড বোলিংয়ের উপর রীতিমতো তাণ্ডব চালায় বৈভব।

বৈভব ওই ইনিংসে একাধিক রেকর্ড গড়েছে। সে হাফ সেঞ্চুরিতে পৌঁছেছে মাত্র ২০ বলে। যা অনূর্ধ্ব-১৯ স্তরে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম। আর আগে ২০১৬ সালে নেপালের বিরুদ্ধে ১৮ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন ঋষভ পন্থ। বৈভবের ইনিংস সাজানো ছিল ২৭৭.৪১ স্ট্রাইক রেটে। যা এই স্তরে অভাবনীয়। এদিন যে ৯টি ছক্কা সে হাঁকাল, সেটাও অনূর্ধ্ব-১৯ স্তরে রেকর্ড। এর আগে মনদীপ সিং এক ইনিংসে ৮টি ছক্কা হাঁকিয়েছিলেন।

বৈভবের ওই রেকর্ড ভাঙা ইনিংসের জোরে ফলে ভারতীয় দল ৩৩ বল হাতে রেখে সহজেই জয়ের রান তুলে নেয়। এই জয়ের ফলে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারতের অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের তিন ম্যাচেই এখনও পর্যন্ত ভালো খেলেছে বৈভব। আগের দুই ম্যাচে ৪০ ও ৪৫ রান করেছে সে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement