Advertisement
Advertisement
Vaibhav Suryavanshi

লাল বলে চলল না টি-টোয়েন্টির ধামাকা, ইংল্যান্ডে যুব টেস্টে তিনটে চার মারার পরই আউট বৈভব

টেস্টের ধৈর্য শেখা বাকি, ইংল্যান্ডের বিরুদ্ধে যুব টেস্টে বৈভবের পারফরম্যান্স নিয়ে 'পরামর্শ' অনেকের।

Vaibhav Suryavanshi fails to fire in 1st youth test vs England

ফাইল চিত্র

Published by: Arpan Das
  • Posted:July 12, 2025 7:05 pm
  • Updated:July 14, 2025 4:08 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি, মঞ্চ মাতিয়ে রেখেছে বৈভব সূর্যবংশী। ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে সাদা বলের ফরম্যাটে একের পর এক রেকর্ড গড়েছে। কিন্তু লাল বলের ক্রিকেটের জন্য ধৈর্য, সহনশীলতা দেখানো দরকার, সেটা কি তৈরি হয়েছে ১৪ বছর বয়সি ক্রিকেটারের? ইংল্যান্ডের বিরুদ্ধে যুব টেস্টে তার পারফরম্যান্স দেখে কিন্তু অনেকেই সেই প্রশ্ন তুলছেন।

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম যুব টেস্টে সেই চেনা দাপটের সঙ্গে শুরু করেছিল বৈভব। দ্রুত বল বাউন্ডারির বাইরে পাঠানো শুরু করে। মনে হচ্ছিল যে ফর্মে আইপিএল ও তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটে পারফর্ম করেছেন, ঠিক সেভাবেই বড় রান করবে। এমনকী প্রথম ওভারে ইংরেজ পেসার জেমস মিন্টোকে তিনটি চারও হাঁকায়। কিন্তু পরের ওভারেই অ্যালেক্স গ্রিনের বলে আউট হয়ে যায় বৈভব। ১৪ বলে মাত্র ১৩ রান করে প্যাভিলিয়ানের পথ ধরে বৈভব।

এটা ঠিক যে, শুরুতেই ঝড় তুলে বিপক্ষের মনোবল ভেঙে দিতে পারে বৈভব। কিন্তু অনেকের ‘পরামর্শ’, তার সঙ্গে ধৈর্য্যও শিখতে হবে তাকে। টেস্ট ক্রিকেট মানে টি-টোয়েন্টির মতো শুধু চার-ছয় হাঁকরানো নয়। ক্রিজে মাটি কামড়েও পড়ে থাকতে হয়। যেটা রাজস্থান রয়্যালসে তার কোচ রাহুল দ্রাবিড় দেশের হয়ে বছরের পর বছর করে এসেছেন। বৈভব ভবিষ্যতে আরও সুযোগ পাবে, সেখানে নিশ্চয়ই টেস্টের গোড়ার কিছু বিষয় মাথায় রাখবে সে।

আইপিএলে মাত্র ৩৫ বলে সেঞ্চুরির পর অনূর্ধ্ব-১৯ একদিনের সিরিজেও তাঁর অসাধারণ পারফরম্যান্স নজর কেড়েছে বৈভব। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৫২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে তৈরি করেছে বিশ্বরেকর্ড। শেষ ম্যাচে যদিও ৪২ বলে ৩৩ রানের ইনিংস উপহার দিয়েছে। গোটা সিরিজে দুর্দান্ত খেলে পাঁচ ম্যাচে ৩৫৫ রান করেছে বৈভব। পাঁচ ম্যাচে ২৯টি ছক্কা হাঁকিয়েছে। এবার লাল বলের ক্রিকেটেও বৈভবের ম্যাজিক দেখতে চায় ক্রিকেটপ্রেমীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ