Advertisement
Advertisement
Vaibhav Suryavanshi

অজিদের ডেরায় তাণ্ডব! ঝোড়ো সেঞ্চুরিতে লাল বলের ক্রিকেটে একগুচ্ছ নজির বৈভবের

কী কী নজির গড়েছে ভারতের এই বিস্ময় প্রতিভা?

Vaibhav Suryavanshi sets a new record in red-ball cricket with a blistering century in Australia

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:October 1, 2025 11:07 am
  • Updated:October 2, 2025 6:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাদা বলের ক্রিকেটে তো বটেই, এবার তার ব্যাট চলল লাল বলের ক্রিকেটেও। অজিভূমে নতুন নজির বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশীর। ছোটদের টেস্টে ঝোড়ো সেঞ্চুরি হাঁকিয়েছে ১৪ বছরের বৈভব। তার সেঞ্চুরির সৌজন্যে চালকের আসনে ভারত। 

Advertisement

ব্রিসবেনে ইয়ান হিলি ওভালে চলছে ভারত-অস্ট্রেলিয়ার যুব দলের প্রথম টেস্ট। অনূর্ধ্ব-১৯ দলের এই টেস্টের দ্বিতীয় দিন ৭৮ বলে সেঞ্চুরি হাঁকিয়ে নয়া নজির গড়েছে বৈভব। প্রথম দিন ২৪৩ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে বৈভবের ঝোড়ো ইনিংস ভারতকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেয়। ১৪ বছরের বৈভবের ৮৬ বলে ১১৩ রানের ইনিংসটি সাজানো ৯টি চার এবং ৮টি ছক্কায়। যুব টেস্টের ইতিহাসে এটা দ্বিতীয় দ্রুততম শতরান। তালিকায় শীর্ষে আয়ুষ মাত্রে। চলতি বছরের জুলাইয়ে ইংল্যান্ডের যুব দলের বিপক্ষে মাত্র ৬৪ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিল ভারতীয় যুব দলের অধিনায়ক।

তাছাড়াও বৈভবের ইনিংসটি অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এর আগে এই নজিরটি ছিল অস্ট্রেলিয়ার লিয়াম ব্ল্যাকফোর্ডের দখলে। ২০২৩ সালের জানুয়ারিতে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১২৪টি বলে শতরান করেছিলেন। ১৪ বছর ১৮৮ দিন বয়সে অস্ট্রেলিয়ায় যুব টেস্টে সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ ব্যাটার এখন বৈভব।

এ বছরের জুলাইয়ে ১৫ বছর বয়সে পৌঁছানোর আগে যুব টেস্টে পঞ্চাশ হাঁকানো প্রথম ব্যাটার হিসাবে নজির গড়েছিল বাঁ-হাতি এই ওপেনার। তাছাড়াও উইকেট নিয়েও সর্বকনিষ্ঠ বোলার হিসাবে রেকর্ডবুকে নাম তুলেছিল বৈভব। এক্ষেত্রে ভারতের এই বিস্ময় প্রতিভা বাংলাদেশের মেহেদি হাসান মিরাজের ১৫ বছর ১৬৭ দিন বয়সে গড়া নজিরকে পিছনে ফেলে দেয়। অনেকেরই ধারণা, টেস্ট ক্রিকেটের জন্য উপযুক্ত নয় বৈভব। অস্ট্রেলিয়ার ডেরায় হয়তো তাঁদেরকেই উচিত জবাব দিল সে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ