Advertisement
Advertisement
Vaibhav Suryavanshi

৬ ছক্কায় বাজিমাত! আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকালীন নজির গড়ল বৈভব

মাত্র ১০টি ইনিংসে ব্যাট করেই নতুন বিশ্বরেকর্ড গড়ে ফেলেছে তরুণ তুর্কি।

Vaibhav Suryavanshi sets new world record of hitting most sixes
Published by: Anwesha Adhikary
  • Posted:September 24, 2025 3:19 pm
  • Updated:September 24, 2025 3:19 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অজিভূমে নতুন নজির গড়ল বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশী। বুধবার অজিদের বিরুদ্ধে ছয় ছক্কা হাঁকিয়েছে তরুণ তুর্কি। সেই সঙ্গেই যুব ক্রিকেটে সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি মারার নজির গড়ল বৈভব। মাত্র ১০টি ইনিংসে ব্যাট করেই নতুন বিশ্বরেকর্ড গড়ে ফেলেছে সে। প্রসঙ্গত, বর্তমানে অস্ট্রেলিয়া সফরে গিয়েছে ভারতের অনূর্ধ্ব ১৯ দল।

Advertisement

বুধবার ব্রিসবেনের ইয়ান হিলি ওভালে অজিদের অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতের যুব দল। সেই ওয়ানডে ম্যাচে ৬৮ বলে ৭০ রানের ঝোড়ো ইনিংস আসে বৈভবের ব্যাট থেকে। তাঁর ইনিংস সাজানো ছিল ৬টি ছক্কা আর ৫টি বাউন্ডারি দিয়ে। তবে শেষ পর্যন্ত অজি অধিনায়ক যশ দেশমুখের বলে আউট হয়ে যায় সে। ততক্ষণে তরুণ তুর্কি অবশ্য বিশ্বরেকর্ড গড়ে ফেলেছে। এর আগে যুব ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির ছিল ভারতেরই উন্মুক্ত চন্দের দখলে। ২১ ইনিংসে ৩৮টি ছক্কা মারার নজির ছিল তার।

বুধবার উন্মুক্তের নজির চুরমার করে দিল বৈভব। মাত্র ১০ ইনিংসে ৪১টি ছক্কা মেরেছে সে। যেহেতু বৈভবের বয়স মাত্র ১৪, তাই আগামী দিনে আরও বেশি ওভার বাউন্ডারি মারার সুযোগ রয়েছে তার। তাই যুব ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও আরও শক্তিশালী হতে চলেছে। পরিসংখ্যান বলছে, যুব ওয়ানডেতে ৫৪০ রান করেছে বৈভব। তার মধ্যে ২৬ শতাংশ রানই এসেছে বাউন্ডারি থেকে।

এদিন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছিল ভারত। আপাতত সিরিজে বৈভবরা ১-০ ব্যবধানে এগিয়ে। প্রথম ম্যাচেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগুনে মেজাজে ছিল ১৪ বছরের ব্যাটার। অজি বোলারকে এক ওভারে তিনটি চার মেরে স্বাগত জানায়। তারপরের ওভারে তোলে ২২ রান। সিরিজের দ্বিতীয় ম্যাচেও বিধ্বংসী পারফরম্যান্স বৈভবের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ