Advertisement
Advertisement
Varun Chakravarthy

নেই বিশ্বজয়ী রোহিত-বিরাট, পছন্দের সেরা টি-টোয়েন্টি একাদশে বরুণ ঠাঁই দিলেন ৮ বিদেশিকে

কোন তিন ভারতীয় জায়গা পেলেন বরুণ চক্রবর্তীর দলে?

Varun Chakravarthy picks his best T20 eleven snubbing Rohit Sharma and Virat Kohli
Published by: Arpan Das
  • Posted:June 30, 2025 2:23 pm
  • Updated:June 30, 2025 3:59 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের একবছর পূর্ণ হল। রোহিত-বিরাটদের হাত ধরে স্বপ্নপূরণ হয়েছে কোটি কোটি ভারতবাসীর। কিন্তু টি-টোয়েন্টিতে পছন্দের বিশ্ব একাদশ বাছার ক্ষেত্রে দুই মহাতারকাকেই বাদ দিলেন বরুণ চক্রবর্তী। বরং তাঁর দলে সুযোগ পেলেন ৮ জন বিদেশি।

Advertisement

সম্প্রতি রবিচন্দ্রন অশ্বিনের পডকাস্টে এসে নিজের সেরা একাদশ বেছে নেন কেকেআরের ‘রহস্য’ স্পিনার। মূলত টি-টোয়েন্টি স্পেশালিস্ট বলেই পরিচিত ছিলেন তিনি। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভেলকি দেখিয়েছেন। সেই টিমেও রোহিত-বিরাটরা ছিলেন। যদিও টি-টোয়েন্টিতে সেরা একাদশ বাছার ক্ষেত্রে বরুণ গুরুত্ব দিলেন বিদেশিদেরই। যাঁরা বরুণের মতো আইপিএলের মঞ্চ মাতিয়েছেন। তাঁর দলে সুযোগ পেলেন মাত্র তিনজন ভারতীয়।

বরুণের দলের হয়ে ওপেন করবেন জস বাটলার ও ট্র্যাভিস হেড। দুজনেই বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য বিখ্যাত। তবে এটাও ঠিক যে, গত বছর ভারতের বিশ্বজয়ে ওপেন করেছিলেন রোহিত-বিরাট। তবে তাঁরা না থাকলেও বরুণ তিন নম্বর স্থানের জন্য বেছে নিচ্ছেন ভারতীয় সূর্যকুমার যাদবকে। তারপর আসবেন নিকোলাস পুরান ও হেনরিক ক্লাসেন। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার, দুজনেই কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।

অলরাউন্ডারের দায়িত্ব এসে পড়বে আরেক ভারতীয় হার্দিক পাণ্ডিয়ার উপর। এরপর আছেন কলকাতা নাইট রাইডার্সে বরুণের দুই সদস্য আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। স্পিন বিভাগে নারিনের সতীর্থ হবেন আফগানিস্তানের রশিদ খান। পেস বিভাগে একজন শ্রীলঙ্কার মহিশা পাথিরানা। কিন্তু জশপ্রীত বুমরাহকে ছাড়া বোধহয় আজকের দিনে কোনও বিশ্ব একাদশই সম্ভব নয়। বরুণও সেই ভুলটা করেননি। তাঁর পছন্দের একাদশে বুমরাহও স্বমহিমায় রয়েছেন।

বরুণের পছন্দের টি-টোয়েন্টি একাদশ:
জস বাটলার, ট্র্যাভিস হেড, সূর্যকুমার যাদব, নিকোলাস পুরান, হেনরিক ক্লাসেন, হার্দিক পাণ্ডিয়া, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রশিদ খান, জশপ্রীত বুমরাহ এবং মাথিশা পাথিরানা

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ