ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় তাঁকে কিনেছিল কেকেআর। কিন্তু গত মরশুমে সেই ভেঙ্কটেশ আইয়ারের ফর্ম একেবারেই ছিল না। গোটা মরশুমে মাত্র ১৪২ রান এসেছিল তাঁর ব্যাট থেকে। এহেন জঘন্য পারফরম্যান্সের পর আগামী মরশুমে কি কেকেআর ধরে রাখবে ভেঙ্কিকে? ক্রিকেটমহলের জল্পনা নিয়ে মুখ খুললেন কেকেআর তারকা।
নিলামের সময় দীর্ঘ দর কষাকষি করে ভেঙ্কিকে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু সম্প্রতি সূত্র মারফত শোনা যায়, কে এল রাহুলকে দলে নিতে চায় কেকেআর। তার পরিবর্তে হয়তো ভেঙ্কিকে ছেড়ে দেওয়া হতে পারে। তাছাড়াও গত বছর হতশ্রী পারফরম্যান্সের পরও কেকেআর ভক্তরা ভেঙ্কিকে নিয়ে ক্ষিপ্ত। এহেন পরিস্থিতিতে অনেকেই মনে করছেন ভেঙ্কটেশকে ছেড়ে দেওয়া হতে পারে কেকেআর থেকে।
একটি সাক্ষাৎকারে মধ্যপ্রদেশের তারকা ব্যাটার বলেন, “যাদের মনে আমাকে নিয়ে এত প্রশ্ন, তারা কেউ তো আমার কন্ট্যাক্ট লিস্টেও নেই। তাই তারা কী ভাবছে, সেই নিয়ে আমি মাথা ঘামাতে যাব কেন? বিষয়টা আমার জীবন, আমার খেলা, আমার কেরিয়ার। আর আমার জন্য এত টাকা ব্যয় করা হবে বলে আমার টিম সিদ্ধান্ত নিয়েছে। আমি আর্থিক বিষয় নিয়ে এত ভাবি না। যদি কেউ ভাবে যে শুধু আইপিএল খেলব, তার জন্য ২০ লক্ষ টাকাই অনেকে।”
ভেঙ্কির কথায়, “এতবছরে একটা জিনিস শিখেছি। আমাদের উপরে অনেকের নজর থাকে। কিন্তু তার মধ্যেও কাদের কথায় মন দিতে হবে, সেটা বুঝে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার জীবনে যাদের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে আমি শুধু তাদেরই জবাব দিই।” তারকা ব্যাটারের কথায়, কেকেআরে তাঁর ভবিষ্যৎ নিয়ে কোনও ধারণা নেই। টিম ম্যানেজমেন্টের তরফেও তাঁকে কিছু জানানো হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.