ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকা প্রয়াত হয়েছেন ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জরিওয়ালা। তারপর থেকেই অভিনেত্রীর একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে। তবে নেটিজেনদের নজর কেড়ে নিয়েছে ‘হাঁটুর বয়সি’ ক্রিকেটার পৃথ্বী শ’য়ের সঙ্গে শেফালির চুটিয়ে পার্টি করার ভিডিও।
আপাতত পৃথ্বীর ক্রিকেট কেরিয়ার গভীর সংকটে। একটা সময় তাঁর তুলনা চলত শচীন তেণ্ডুলকরের সঙ্গে। তাঁকে রবি শাস্ত্রী বলেছিলেন, ‘শচীন, লারা, শেহওয়াগের মিশ্রণ’। সেই সব সুখের দিন পেরিয়ে ক্রিকেট কেরিয়ারের গ্রাফ ক্রমশ নিচের দিকে পৃথ্বী শ’র। জাতীয় দলে তো সুযোগ মেলেই না। আইপিএলেও থেকে যান আনসোল্ড। গত বছরের অক্টোবরে মুম্বইয়ের রনজি দল থেকে বাদ পড়েছিলেন। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলার অভাব, ওজন নিয়ে সচেতনতার অভাবের মতো অভিযোগ ছিল। বাদ পড়েছিলেন মুম্বইয়ের বিজয় হাজারে দল থেকেও।
তবে কেরিয়ারের দুর্দশার মধ্যেও পৃথ্বীর পার্টি লাইফে ছেদ পড়েনি। গতবছর ৯ নভেম্বর ২৫ বছর পূর্ণ করেন তিনি। আর জন্মদিন উপলক্ষেই বিরাট পার্টির আয়োজন করেন পৃথ্বী। সেই পার্টিতেই দেখা যায়, কোমর জড়িয়ে পৃথ্বীর সঙ্গে নাচতে ব্যস্ত শেফালি। ওই পার্টিতে হাজির ছিলেন তাঁর স্বামীও। ‘কাঁটা লাগা গার্লে’র সঙ্গে নাচতে ব্যস্ত ছিলেন পৃথ্বীর বন্ধুরাও।
My Man Prithvi Shaw having time which Sachin , Lara , and Sehwag could just dream off 💀💀
.— Intent Merchant (@Nervous__90s)
প্রসঙ্গত, ২০০২ সালে ডিজে ডলের একটি মিউজিক ভিডিওতে ‘কাঁটা লাগা’ গানের রিমেকে পারফর্ম করে রাতারাতি সাড়া ফেলে দিয়েছিলেন শেফালি। তখন থেকে তিনি ‘কাঁটা লাগা গার্ল’ হিসেবেই পরিচিতি পেয়েছিলেন। ২০০৪ সালে সলমন খান এবং অক্ষয় কুমার অভিনীত ‘মুঝসে শাদি করোগি’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও ‘বেবি কাম না’ ওয়েব সিরিজে শ্রেয়স তালপাড়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি। এরপর জনপ্রিয় রিয়ালিটি শো ‘নাচ বালিয়ে’ এবং ‘বিগ বস’ সিজন ১৩-তে আবির্ভাব ঘটিয়ে ফের অনুরাগীদের রাতের ঘুম কাড়েন এই মডেল। কিন্তু আচমকাই শুক্রবার হৃদরোগে আক্রান্ত হন শেফালি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যান তাঁর স্বামী। শেফালিকে আনার পথেই তাঁর মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.