Advertisement
Advertisement
Vijay Hazare Trophy

শামির কামব্যাকের ম্যাচে সেঞ্চুরিতে নায়ক সুদীপ, বিহারকে উড়িয়ে বিজয় হাজারের নক আউটে বাংলা

বিজয় হাজারে ট্রফির অন্য ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন বিদর্ভের করুণ নায়ার।

Vijay Hazare Trophy: Bengal Cricket Team beats Bihar to qualify for Quarter Finals
Published by: Arpan Das
  • Posted:January 3, 2025 5:31 pm
  • Updated:January 5, 2025 5:25 pm   

বিজসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) দাপট বজায় রেখেই নক আউট পর্বে চলে গেল বাংলা। বরোদা, কেরলের পর বিহারকে ৬ উইকেটে হারাল বাংলা। সেঞ্চুরি করে সামনে থেকে নেতৃত্ব দিলেন সুদীপ কুমার ঘরামি। 

Advertisement

এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বাংলা। পঞ্চাশ ওভারের ক্রিকেটে মাঠে ফিরেই বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিলেন মহম্মদ শামি। ১৩ বছরের ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ফিরিয়ে বিহারের ইনিংসে প্রথম আঘাত হানেন তিনিই। তারপর আঁটসাঁট বোলিং করেন মুকেশ কুমার, করণ লালরা। ২টি করে উইকেট তোলেন দুজনেই। শেষের দিকে বিহারের ব্যাটিংকে ধসিয়ে দেন প্রদীপ্ত প্রামাণিক। তাঁর শিকার তিনটি উইকেট। শেষ পর্যন্ত মাত্র ২৩৫ রানে গুঁটিয়ে যায় বিহারের ইনিংস।

জবাবে বাংলার ওপেনিং জুটিই একশোর উপর রান তুলে দেয়। ৫৫ রান করে ফেরেন চলতি মরশুমে দুরন্ত ফর্মে থাকা অভিষেক পোড়েল। যদিও একই ওভারে সুদীপ চট্টোপাধ্যায় ও অনুষ্টুপ মজুমদারের উইকেট হারিয়ে আচমকা চাপে পড়ে যায় বাংলা। কিন্তু অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায় বাংলাকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। ১২৮ বলে তিনি করেন ১০৭ রান। ১৩টি চারের পাশাপাশি ১টি ছক্কাও ছিল তাঁর ইনিংসে। অন্যদিকে সুমন্ত গুপ্ত ৩০ রান করেন। করণ লাল অপরাজিত থাকেন ৩৭ রানে।

বিহারকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই বিজয় হাজারে ট্রফির নক আউট পর্বে চলে গেল বাংলা। ৫ ম্যাচে সুদীপ ঘরামিদের পয়েন্ট ১৮। অন্যদিকে উত্তরপ্রদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়লেন করুণ নায়ার। ঘরোয়া ওয়ানডে ক্রিকেটে একবারও আউট না হয়ে টানা সবচেয়ে বেশি রান করলেন বিদর্ভের ব্যাটার। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ