ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লর্ডসে ২২ রানে হেরে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে টিম ইন্ডিয়া। ম্যাঞ্চেস্টারে ঘুরে দাঁড়াতে মরিয়া শুভমানরা। ১৪ জুলাই তৃতীয় টেস্ট শেষ হওয়ার পর বেশ কয়েকদিন বিশ্রাম নিয়ে লন্ডন থেকে এক ঘণ্টার বাস যাত্রা শেষে বেকেনহ্যামে পৌঁছেছে টিম ইন্ডিয়া। এরই মাঝে ভাইরাল হওয়া এক ভিডিওয় দেখা গেল, ভারতীয় ড্রেসিংরুমে বাজছে হনুমান চালিশা। সেখানে মহম্মদ সিরাজকে নিয়ে শোরগোল পর্যন্ত পড়ে গিয়েছে।
রেভস্পোর্টসের একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, অনুশীলনের ফাঁকে ড্রেসিংরুমের বাইরে দাঁড়িয়ে আছেন ঋষভ পন্থ এবং মহম্মদ সিরাজ। সেই সময় সাজঘরের ভিতর থেকে ভেসে আসে ‘হনুমান চালিশা’র শ্লোক। যা নিয়ে সোশাল মিডিয়ায় শোরগোলও শুরু হয়েছে। যদিও এক নেটিজেন লেখেন, ‘সিরাজের সঙ্গে কথা বলার সময় পন্থ হনুমান চালিশা শুনছেন। এটাই ভারতীয় দলের সৌন্দর্য।’ অনেকেরই মন্তব্য, এতে ক্রিকেটাররা আরও মনোযোগী হতে পারবেন।
🚨”Hanuman Chalisa” sets the tone in Team India’s Dressing Room!
— RevSportz Global (@RevSportzGlobal)
আসলে ক্রিকেটারদের মন ভালো রাখার জন্য ড্রেসিংরুমে হনুমান চালিশা তো বটেই, বাজানো হয়েছিল ইংরেজি পপ এবং পাঞ্জাবি গানও। এতে ক্রিকেটাররা স্বস্তিও পান। ঋষভ পন্থ এবং জশপ্রীত বুমরাহ উপরের ড্রেসিংরুম থেকে সাংবাদিকদের সঙ্গে মশকরা করছিলেন। এক সাংবাদিক পন্থের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি বলেন, “আমি কিছুই শুনতে পাচ্ছি না।” কারণ সেই সময় খুব জোরে গান বাজছিল। তারপর বুমরাহ মজা করে বলেন, ‘আজ দুগ্গল জি বহেরা হ্যায়।’ বিখ্যাত হিন্দি ছবির ডায়লগ এটা। যা শুনে সাংবাদিকরা হাসতে শুরু করেন।
পন্থ এবং বুমরাহ দু’জনই ওয়ার্ম-আপ রুটিনের অংশ ছিলেন। জিমে কিছুটা সময় কাটিয়েছিলেন তাঁরা। উল্লেখ্য, আঙুলের চোট নিয়েও লর্ডস টেস্টে দুরন্ত ব্যাটিং করেছিলেন ঋষভ পন্থ। কিন্তু পরের ম্যাচের জন্য আদৌ তিনি ফিট কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বৃহস্পতিবার ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানান, ম্যাঞ্চেস্টারে পন্থের কিপিং করা নিয়ে এখনও সংশয় রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, পন্থের পরিবর্তে কিপিং করবেন কে? অন্যদিকে, ওয়ার্কলোড ইস্যুতে বুমরাহ খেলবেন কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.