সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট থেকে অবসর নিয়েছেন। টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন একবছরের বেশি সময়ের আগে। আপাতত ভারতীয় দলের কোনও ওয়ানডে ম্যাচও নেই। সব মিলিয়ে ছুটির মেজাজে বিরাট কোহলি। কোথায়? তাঁর ‘পছন্দের’ জায়গা লন্ডনে। স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে লন্ডনের রাস্তায় ঘুরে বেড়ানোর ভিডিও নেটপাড়ায় ভাইরাল।
প্রায়ই সুযোগ পেলে লন্ডনে চলে যান বিরুষ্কা। বলা যায়, ক্রিকেট না থাকলে দুই সন্তানকে নিয়ে ইংল্যান্ডেই বেশির ভাগ সময় কাটান তাঁরা। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওয় দেখা যায়, লন্ডনের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন বিরাট ও অনুষ্কা। পরনে অত্যন্ত সাদামাটা পোশাক। স্থানীয় লোকেদের সঙ্গে হালকাছলে কথাও বলেন।
যা দেখে কিছুটা দ্বিধাবিভক্ত নেটপাড়া। অনেকে বলছেন, ‘জনপ্রিয়তার বদলে কোহলি শান্তি বেছে নিয়েছেন’। আবার কেউ লিখেছেন, ‘ভারতে কোহলি এই জীবনটা কাটাতে পারত না। খুশি যে, ইংল্যান্ডে ও সাধারণ মানুষের মতো জীবন কাটাচ্ছে।’ আবার ভিন্নমতও রয়েছে। অনেকে লিখেছেন, ‘ক্রিকেটের সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিয়েছে মনে হচ্ছে।’
Cricket sb se rishta chodh diya bhaiya ne
— Pitch Perfect (@pitchperfec_)
Bro choosen Peace over Fame 😭
— Megalashaan (@Megalashaan)
সম্প্রতি কোহলির আরেকটি ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায়, পাকা দাড়ি ও ঢিলেঢালা পোশাকে লন্ডনের রাস্তায় ঘুরছেন বিরাট কোহলি। তাঁর দাড়ি-গোঁফে কালো রংয়ের চেয়ে সাদা রংই যেন বেশি দেখা যাচ্ছে। ভ্রুতেও সাদার আধিক্য। চুলদাড়িতে পাক ধরেছে। বয়সের ছাপ যে পড়ছে সেটা স্পষ্ট। বিরাটকে আচমকা ‘বুড়ো’ হয়ে যেতে দেখে অনেকেই দুঃখ পেয়েছিলেন। পরে আরেকটি ছবিতে দেখা যায়, লন্ডনের একটি ইন্ডোর ক্রিকেট ট্রেনিং সেন্টার অনুশীলন করছেন কোহলি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.