ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য টেস্ট থেকে অবসর নিয়েছেন। আইপিএলেও বেশ কিছুদিনের বিরতি পেয়েছেন। এই ফাঁকে নতুন এক খেলায় মেতে উঠলেন বিরাট কোহলি। স্ত্রী অনুষ্কার সঙ্গে জুটি বেঁধে নেমে পড়লেন মাঠে। তাঁদের মিষ্টি পার্টনারশিপের ছবিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
ভারত-পাক সংঘাতের জেরে এক সপ্তাহ বন্ধ ছিল আইপিএল। গত শনিবার থেকে ফের শুরু হয় মেগা টুর্নামেন্ট। কিন্তু সেদিনের ম্যাচ ভেস্তে যায় বৃষ্টিতে। ওই ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল আরসিবি এবং কেকেআরের। তবে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ার ফলে প্লে অফের রাস্তা আরও সহজ হয়ে যায় আরসিবির কাছে। এহেন পরিস্থিতিতে ফুরফুরে মেজাজে রয়েছে গোটা আরসিবি শিবির। ক্রিকেট নয়, অন্য খেলায় মেতে রইলেন ক্রিকেটাররা। সেই ছবি প্রকাশ করা হয়েছে আরসিবির সোশাল মিডিয়ায়।
সেখানেই দেখা যাচ্ছে, জনপ্রিয় খেলা পিকলবলে মেতে উঠেছেন আরসিবি তারকারা। একা বিরাট নন, আরসিবির মেন্টর তথা ব্যাটিং কোচ দীনেশ কার্তিক এবং তাঁর স্ত্রী দীপিকা পাল্লিকলকেও দেখা গিয়েছে পিকলবল কোর্টে। ভুবনেশ্বর কুমার থেকে শুরু করে আরসিবির ডিরেক্টর মো বোবাটও র্যাকেট হাতে নেমে পড়েছেন পিকলবল খেলতে। জুটি হিসাবেই খেলতে নামেন বিরুষ্কা। পয়েন্ট জিতে সেলিব্রেট করতেও দেখা গিয়েছে তারকা দম্পতিকে।
View this post on Instagram
প্রসঙ্গত, চলতি আইপিএলে আরসিবি’র পরের ম্যাচ ২৩ মে। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। এই মুহূর্তে তারা ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। গ্রুপ পর্বে বাকি থাকা দুটি ম্যাচে জিতলে পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থেকেই প্লে অফে খেলতে পারবে বিরাটদের দল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.