সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেটে ঝড় তুললেন রোহিত-বিরাট। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে নামার আগে অনুশীলনে দুই মহাতারকা। আর সেখানে তারা যে ছন্দে খেললেন, তা দেখে আশ্বস্ত হতে পারেন ক্রিকেট ভক্তরা। সেই ভিডিও বিসিসিআই থেকে সোশাল মিডিয়ায় তুলে মনে করিয়ে দিলেন ‘রো-কো’ জুটির কথা। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তান ম্যাচের প্রস্তুতি শুরু করে দিলেন হার্দিক পাণ্ডিয়া।
সাম্প্রতিক সময়ে একেবারেই ছন্দে নেই বিরাট-রোহিত। বর্ডার গাভাসকর ট্রফি তো বটেই, রনজি ট্রফিতেও রান পাননি দুজনে। এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ানডের পরই চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে রোহিত-বিরাটের ফর্মে ফেরা অত্যন্ত দরকারি। আর তার প্রস্তুতি শুরু হয়ে গেল নাগপুরে নামার আগেই।
বিসিসিআই থেকে যে ভিডিও পোস্ট করা হয়েছে, তাতে স্বমেজাজে দেখা গেল দুই তারকাকে। এগিয়ে এসে ছয় মারলেন বিরাট, ফ্লিক করলেন, প্রিয় কভার ড্রাইভ তো ছিলই। অন্যদিকে রোহিতের ব্যাট থেকে বেরোল সেই চেনা পুল শট। আবার নিজস্ব ভঙ্গিতে রিভার্স সুইপও মারলেন তিনি। দুজনের শটই আছড়ে পড়ল মাঠের বাইরে। সেই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘রো-কো স্টাইলে নাগপুরের ম্যাচের জন্য তৈরি হচ্ছে’। রোহিত ও কোহলির নামের আদ্যক্ষর নিয়ে তৈরি ‘রো-কো’ অত্যন্ত জনপ্রিয় শব্দ ভক্তদের মধ্যে।
অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তান ম্যাচের এখন থেকেই শুরু করে দিয়েছেন হার্দিক। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও আছেন তিনি। ভারতীয় দলের অলরাউন্ডারের বক্তব্য, “যারা ভালো চাপ নেবে, তারা সফল হবে। আমি হার্দিক পাণ্ডিয়ার জন্য খেলি না। দেশের জন্য খেলি। এটাই আমার একমাত্র লক্ষ্য। পাকিস্তান ম্যাচের পরিবেশই অন্যরকম থাকে। যেটা বাড়তি শক্তি দেয়। অনেক আবেগও জড়িয়ে থাকে এই ম্যাচে। মানুষ এই ম্যাচের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করে।”
📍 Nagpur
Gearing up for the ODI series opener..
..in Ro-Ko style 😎 | | |
— BCCI (@BCCI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.