Advertisement
Advertisement
Virat Kohli On Test Retirement

‘দাড়িতে পাক ধরেছে…’, টেস্ট অবসর নিয়ে প্রথমবার মুখ খুললেন ‘অভিমানী’ কোহলি

টেস্ট অবসরের দু'মাসের মাথায় কী বললেন কোহলি?

Virat Kohli breaks silence on test retirement for first time with humour
Published by: Arpan Das
  • Posted:July 9, 2025 9:53 am
  • Updated:July 9, 2025 3:49 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র দু’মাস আগে টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। গোটা ক্রিকেটদুনিয়া চমকে গিয়েছিল কোহলির এই সিদ্ধান্তে। কিন্তু কেন আচমকা অবসর? তিনি কি ক্লান্ত? নাকি তাঁকে অবসর নিতে ‘বাধ্য’ করা হয়েছে? এই নিয়ে জল্পনা কম হয়নি। অবশেষে টেস্ট অবসর নিয়ে প্রথমবার মুখ খুললেন কোহলি (Virat Kohli On Test Retirement)। সেটা অবশ্য কিছুটা মজার ছলেই।

Advertisement

টেস্ট সিরিজ খেলতে ভারতীয় দল এখন ইংল্যান্ডে। কোহলিও লন্ডনে আছেন, তবে উইম্বলডন দেখতে। দু’মাস আগেও কেউ ভাবেনি, টিম ইন্ডিয়ার এতো কাছে থেকেও এতো দূরে থাকবেন তিনি। কিন্তু সেটাই হয়েছে। মাত্র ৩৬ বছরেই সাদা জার্সি তুলে রেখেছেন কোহলি। কিন্তু কেন? যুবরাজ সিংয়ের ফাউন্ডেশন ‘ইউ উই ক্যান’ ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানে মজার ছলে বলছেন, “দু’দিন আগেই দাড়িতে কলপ করলাম। যখন চারদিন পরপর দাড়িতে কলপ করতে হয়, তখন বুঝতে হবে সময় এসে গিয়েছে।”

কিন্তু সত্যিই কি সেটাই কারণ? ৩৬ বছর বয়সে বহু ক্রিকেটার দাপট দেখিয়েছেন। টেস্টে কোহলির ব্যাটে কিছুটা ওঠা-নামা থাকলেও সেটা নিশ্চয়ই কাটাতে পারতেন। নাকি গৌতম গম্ভীরের অধীনে ‘তারুণ্যেই’ বেশি জোর দেওয়া হয়েছে? ‘দাড়ি পাকার’ তুলনা টেনে কি সেটাকেই খোঁচা দিলেন ‘অভিমানী’ কোহলি?

ওই অনুষ্ঠানে যুবরাজ সিং, রবি শাস্ত্রী, শচীন তেণ্ডুলকর, ব্রায়ান লারারা উপস্থিত ছিলেন। শাস্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কোহলি আরও বলেন, “ওঁর সঙ্গে কাজ না করলে টেস্ট ক্রিকেটে যা করেছি, তা হত না। আমাদের মধ্যে একটা বোঝাপড়া ছিল। উনি যদি আমার পাশে না দাঁড়াতেন, সমালোচনা সহ্য না করতেন, তাহলে পরিস্থিতি হয়তো অন্যরকম হত। আমার ক্রিকেট সফরে ওঁর বিরাট অবদান।”

সেই সঙ্গে যুবরাজ সিংয়ের সঙ্গে তাঁর বন্ধুত্বের কথাও জানান। যখন যুবরাজের ক্যানসারের কথা জানা যায়, তখন কী প্রতিক্রিয়া ছিল? কোহলি বলছে, “আমাদের মধ্যে মাঠে ও মাঠের বাইরে দারুণ বন্ধুত্ব ছিল। প্রচুর মজা করেছি। বিশ্বকাপের সময় ওকে খুব কাছ থেকে দেখেছি। তারপর যখন আমরা ক্যানসারের বিষয়ে জানতে পারলাম, তখন চমকে গিয়েছিলাম। এত কাছে থেকেও আমাদের কোনও ধারণা ছিল না। তারপর ও ক্যানসারের সঙ্গে লড়ে কামব্যাক করেছে, সে জন্যই ও চ্যাম্পিয়ন।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ