সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোহলির টেস্ট অবসরে সমাপ্তি ঘটেছে একটা যুগের। এখনও যেন অনেকের বিশ্বাসই হচ্ছে না যে, সাদা জার্সিতে আর কোহলিকে দেখা যাবে না। কিন্তু কেন এই সিদ্ধান্ত নিলেন তিনি? উত্তর অজানা। তবু প্রশ্ন থামছে কই! মুম্বই এয়ারপোর্টে কোহলির দেখা পেতেই প্রশ্ন ছুড়ে দিলেন সাধারণ ভক্তরা। উত্তরে কী বললেন ‘কিং’?
সোমবার আচমকাই লাল বলের ক্রিকেটকে বিদায় জানান কোহলি। তারপর ক্রীড়াদুনিয়া শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে তাঁকে। এর মধ্যেই স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে তাঁকে দেখা যায় মুম্বই বিমানবন্দরে। স্বাভাবিকভাবেই সাংবাদিকরা তাঁদের দিকে প্রশ্ন ছুড়ে দেন। অনেকে ফটো তোলার জন্য অপেক্ষা করছিলেন। সেসবের মধ্যে হঠাৎই শোনা যায় কয়েকজন সাধারণ ভক্তের কণ্ঠ। আবেগপ্রবণ, কিছুটা আক্ষেপ-অনুযোগ-অভিমান মেশানো। কিন্তু তা যেন লক্ষ লক্ষ সমর্থকেরই প্রশ্ন।
সেই ভক্ত জিজ্ঞেস করেন, “স্যর, আপনি ভুল করলেন, কেন অবসর নিলেন? আমি আর ক্রিকেট দেখবই না।” আরেক ভক্ত বলে ওঠেন, “আপনার জন্যই আমি টেস্ট ক্রিকেট দেখতাম।” উত্তরে কোহলি হাসিমুখে সকলের দিকে হাত নাড়েন। অনেকে ফটোও তুলতে চান। কোহলি তাঁদের বলেন, “এখন একটু ব্যস্ত আছি। পরেরবার নিশ্চয়ই ছবি তুলব।”
যদিও ভক্তদের হাহাকার থামেনি। বিরাট যখন গাড়িতে উঠতে যাচ্ছেন, তখন আবার একটি কণ্ঠ শোনা যায়, “স্যর, আপনার জন্য ক্রিকেট দেখতাম।” নিশ্চয়ই কোহলির কানে কথাটা যায়। তিনি হাত তুলে দেখান, একটু মুচকিও হাসেন। যখন গাড়ির দরজা বন্ধ হচ্ছে, তখন আরেক ভক্ত বলে উঠলেন, “আপনার জন্য অপেক্ষা করব। এবার শুধু ওয়ানডে দেখব। এবার আরসিবি জিতবে।” শেষ বক্তব্যটার উত্তর সময় দেবে। কিন্তু টেস্ট ক্রিকেটে কোহলির মতো চরিত্রের অভাব নিশ্চয়ই দেখা যাবে।
Virat Kohli and Anushka Sharma at Mumbai Airport ✈️
– Paps to Virat : Virat sir why did you take retirement? We will not see cricket any more! 💔
— Virat Kohli Fan Club (@Trend_VKohli)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.