Advertisement
Advertisement
Virat Kohli

‘আমি আগের থেকেও বেশি ফিট’, অস্ট্রেলিয়ায় নেমেই কোচ-নির্বাচকদের বার্তা বিরাটের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ৩টি ম্যাচে তাঁর জন্য অগ্নিপরীক্ষা, মানছেন বিরাট।

Virat Kohli fires fresh salvo amid talks about his uncertain future
Published by: Subhajit Mandal
  • Posted:October 19, 2025 9:14 am
  • Updated:October 19, 2025 9:32 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ৩টি ম্যাচে তাঁর জন্য অগ্নিপরীক্ষা। ২০২৭ বিশ্বকাপে বিরাট কোহলিকে আদৌ খেলতে দেখা যাবে কিনা সেটা ঠিক হয়ে যাবে এই সিরিজে। আর এ হেন অগ্নিপরীক্ষার আগে একপ্রকার হুঙ্কার দিয়ে গেলেন বিরাট। তিনি বলে গেলেন, ‘আগের চেয়েও আমি এখন অনেক বেশি ফিট।’

Advertisement

পারথে ওয়ানডেতে নামার আগে সম্প্রচারকারী সংস্থা ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে কিং কোহলি বললেন, “আমি এখন একজন ক্রিকেটার যে প্রস্তুতি ছাড়া খেলতে নামে না। এই সিরিজে সেটাই আপনারা দেখতে পারেন। শারীরিক ভাবে এখন আগের থেকেও বেশি ফিট।” বিরাট বলছিলেন, “গত ১৫-২০ বছরে প্রচুর ক্রিকেট খেলেছি। সম্ভবত সবচেয়ে বেশি ক্রিকেট আমিই খেলেছি। সেভাবে বিশ্রামই পাইনি। তাই এই বিশ্রামটা খুব প্রয়োজন ছিল। মানসিক ভাবে নিজেকে তরতাজা রাখতে সাহায্য করেছে এই সময়টা। লন্ডনে যে সময়টা ছিলাম, সেটা কাজে লাগিয়েছি।” কোহলির কথায়, শারীরিকভাবে নিজেকে তৈরি রাখাটাই গুরুত্বপূর্ণ ছিল। সেটাই এই সিরিজে করেছি।

টি-২০ এবং টেস্ট থেকে অবসর নিয়ে ফেলেছেন। ঘরোয়া ক্রিকেটে সেভাবে খেলেন না। শোনা যাচ্ছে, আইপিএলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তরফে চুক্তি নবীকরণের যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেটাও প্রত্যাখ্যান করেছেন। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেটের ‘পোস্টার বয়ে’র তকমা ধীরে সরে যাচ্ছে তাঁর উপর থেকে। ক্রিকেট মহলে জোর জল্পনা চলছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজ খেলে ওয়ানডেকেও বিদায় জানাবেন ভারতীয় ক্রিকেটের ‘কিং’। তাছাড়া তিনি খেলতে চাইলেও বোর্ড রাখবে কিনা সংশয় আছে। নির্বাচকপ্রধান অজিত আগরকর ইতিমধ্যেই ইঙ্গিত দিয়ে রেখেছেন, ২০২৭ বিশ্বকাপে তরুণরাই প্রাধান্য পাবেন। সেক্ষেত্রে ফর্ম এবং ফিটনেস দুটিই প্রমাণ করতে হবে বিরাটকে। আর তাও এই তিন ম্যাচের মধ্যে।

তবে কোহলি লড়াই ছাড়ছেন না। ছুটিতে থাকাকালীন লন্ডনে প্রচুর পরিশ্রম করেছেন। তাঁর ফিটনেস যে আগের চেয়ে বেড়েছে, সেটা সম্ভবত দলের কোচ এবং নির্বাচককেই শুনিয়ে দিলেন বিরাট। বুঝিয়ে দিলেন, সাতাশের বিশ্বকাপে খেলার ক্ষেত্রে ফিটনেস বাধার কারণ হতে পারে না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ