সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বিশ্বক্রিকেটের অন্যতম সেরা ব্র্যান্ড, ভারতীয় ক্রিকেটের মহাতারকা। তিনি রনজি ট্রফিতে খেলতে নামছেন বলেই তাঁর দলের ম্যাচ সরাসরি সম্প্রচার করছে জিও সিনেমা। তিনি খেলবেন বলে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতে হচ্ছে ম্যাচ আয়োজকদের। অথচ যাকে ঘিরে এতকিছু তাঁর নিজের কোনও ভ্রূক্ষেপ নেই। তিনি আপাতত ব্যাটিং সাধনায় মগ্ন। রনজির নেটে বিরাট কোহলি নামছেন তারকা তকমা ঝেড়ে ফেলেই।
দিল্লি ক্রিকেট সংস্থার কর্তারাও অনুশীলনে বিরাটকে দেখে অবাক। তিনি যা ফিটনেস দেখিয়েছেন সেটা নাকি দলের তরুণ তারকারাও দেখাতে পারেননি। ডিডিসিএর এক কর্তা বলছিলেন, রেলওয়েজ ম্যাচে নামার আগে আড়াই ঘণ্টা অনুশীলন হয়েছে। এর আগে আর কোনও রনজি ম্যাচের আগের দিন দিল্লির ছেলেরা আড়াই ঘণ্টা অনুশীলন করেননি। সবাইকে ভীষণ ক্লান্ত লাগছিল। শুধু বিরাটকে ছাড়া। ভাবাই যায় না এই বয়সে ও এতটা ফিট।
এদিন অনুশীলনে বিরাট শুরুর দিকে ৩৫ মিনিট গা গরম করেন। নেটে নামার আগে ১৫ মিনিট ফুটবল খেলেন। তার পর ব্যাট করার জন্য তৈরি হন। বেশ কিছুক্ষণ পেসারদের বিরুদ্ধে ব্যাট করেন। তারপর চলে যান স্পিনারদের নেটে। বেশ কিছুক্ষণ নক করেন। বল ছাড়ারও চেষ্টা করেন। তবে দিল্লির বোলাররা সেভাবে চাপে ফেলতে পারেননি বিরাট।
এদিন নেটে নিজের কিটব্যাগ নিজেই বইয়ে নিয়ে যান বিরাট। আবার দিল্লি দলের অধিনায়ক আয়ুষ বাদোনিকে যথাযোগ্য সম্মানও দেখান তিনি। আয়ুষ নেটে অনুশীলন করতে এলে তাঁকে জায়গা ছেড়ে দেন কোহলি। আবার পুরো দলের সঙ্গে দীর্ঘক্ষণ অনুশীলনও করলেন। সনৎ সাংওয়ান, অর্পিত রানা, সিদ্ধান্ত শর্মাদের মতো তরুণ ক্রিকেটারাও বিরাটকে কাছে পেয়ে আপ্লুত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.