সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দু’মাসও হয়নি। ওয়ানডে এখনও খেলবেন। কিন্তু ক্রিকেট থেকে কি ক্রমশ আগ্রহ কমছে বিরাট কোহলির (Virat Kohli)? উইম্বলডন দেখতে এখন তিনি লন্ডনে। সেখানে তিনি যে মন্তব্য করলেন, তাতে অনেকে মনে করছেন, উইম্বলডন থেকে ক্রিকেটকে পিছিয়েই রাখছেন তিনি।
এই মুহূর্তে টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে রয়েছে টিম ইন্ডিয়া। পরের টেস্ট লর্ডসে। অন্যদিকে বিরাট কোহলি ইংল্যান্ডে থাকলেও মজে রয়েছেন উইম্বলডনে। সঙ্গে রয়েছেন স্ত্রী অনুষ্কা শর্মাও। সোমবার সেন্টার কোর্টে বসে জকোভিচ বনাম অ্যালেক্স দিমিনউর ম্যাচ দেখেন তারকা দম্পতি।
ম্যাচের পর টেনিস কিংবদন্তি বিজয় অমৃতরাজকে তিনি বলেন, “ক্রিকেটে প্রচুর চাপ থাকে, কারণ সেখানে প্রচুর দর্শক নয়। কিন্তু আমার মতে সেন্টার কোর্টের মতো তা অতো ভয়ংকর নয়। কারণ দর্শকরা এখানে খুব কাছে বসে থাকে। আমরা যখন ব্যাট করি, তখন তারা অনেক দূরে বসে থাকে।” তাতেই অসন্তুষ্ট ক্রিকেটভক্তরা। ক্রিকেট থেকে কি এত দূরে চলে গিয়েছেন কোহলি, যে ক্রিকেটের থেকে টেনিসকে বেশি ভয়ংকর মনে হচ্ছে? বিশেষ করে যিনি আগ্রাসনের জন্য বিখ্যাত। যিনি বিশ্বের প্রায় সব স্টেডিয়ামে জনগর্জনের মধ্যে পারফর্ম করেছেন।
কোহলি অবশ্য আরও বলছেন, “ক্রিকেটে সমর্থকরা দূরে থাকায় নিজের মধ্যে ডুবে থাকা যায়। উল্লাস করুক বা ধিক্কার দিক, সরাসরি কানে আসে না। যখন বাউন্ডারির ধারে ফিল্ডিং করি, তখনই শুধু শোনা যায়। তবে ক্রিকেটে এককভাবে সফল বা ব্যর্থ হওয়ার চাপ থাকে না। কিন্তু টেনিসে একটা পয়েন্ট সব বদলে দিতে পারে। এই জন্য টেনিসকে এত সম্মান করি। মাথা শান্ত রাখা, ফিটনেস বজায় রাখা। এখানকার মতো চাপ শুধু বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচেই থাকে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.