ছবি: সংগৃহীত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ বছর পর ফের টি-২০ বিশ্বকাপের ফাইনালে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার ইংল্যান্ডকে হারিয়ে খেতাবি লড়াইয়ে জায়গা করে নিয়েছে মেন ইন ব্লু। সেই ম্যাচ জিতে আবেগে ভেসে যান অধিনায়ক রোহিত শর্মা। চোখ থেকে গড়িয়ে পড়ে আনন্দাশ্রু। তখনই রোহিতের কাঁধে ভরসার হাত দেন বিরাট কোহলি। দুই তারকার এমন মিষ্টি মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়।
২০২২ সালের টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2024) সেমিফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার ১০ উইকেটে ভারতকে (India) হারিয়ে বিশ্বজয়ের স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছিল ইংল্যান্ড (England)। সেই হারের বদলা নেওয়ার সুযোগ দিয়েছিল বৃহস্পতিবারের গায়ানা। কঠিন পিচে হাফসেঞ্চুরি হাঁকিয়ে ভারতের জয়ের ভিত গড়ে দেন অধিনায়ক স্বয়ং। শেষ পর্যন্ত ৬৫ রানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে ভারত। ফাইনালে ওঠার খুশিতে আবেগপ্রবণ হয়ে পড়েন হিটম্যান। ক্যামেরায় ধরা পরে, ড্রেসিংরুমে বসে কান্না লুকানোর চেষ্টা করছেন ভারত অধিনায়ক।
তার পরেই দেখা যায়, মুখ ঢেকে বসে থাকা রোহিতের কাঁধে হালকা চাপড় মারছেন বিরাট। তবে সতীর্থের এমন ভরসা ছোঁয়া পেয়ে আবারও চোখ মুছতে দেখা যায় হিটম্যানকে। তার পর সূর্যকুমার যাদবও এসে হাত মিলিয়ে যান অধিনায়কের (Rohit Sharma) সঙ্গে। কিন্তু চোখে জল নিয়ে ড্রেসিংরুমেই বসেছিলেন রোহিত।
No Rohit Sharma Fans will pass away without liking the post 🔥🎉
Captain leading From Front
50 For Captain Rohit with a SIX Virat Kohli रोहित शर्मा— योगी (@Smyogi_)
অন্যদিকে, ম্যাচের মধ্যেই ক্যামেরায় ধরা পড়ে ভারতীয় ড্রেসিংরুমের আরও এক হৃদয়স্পর্শী ছবি। মাত্র ৯ রানে আউট হয়ে যাওয়ার পরে বিষণ্ণ মুখে বসেছিলেন বিরাট (Virat Kohli)। সেই সময় তাঁর কাছে এসে উৎসাহ জোগান কোচ রাহুল দ্রাবিড়। সেই ভিডিওটিও ভাইরাল হয়েছে। যদিও বিরাটের রান না পাওয়া নিয়ে বিশেষ চিন্তিত নন রোহিত। ম্যাচের পরে ভারত অধিনায়ক জানান, সেরা পারফরম্যান্সটা ফাইনালের জন্যই তুলে রেখেছেন কিং কোহলি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.