Advertisement
Advertisement
Virat Kohli

৬ মাসে দ্বিতীয়বার, ফের নিয়ম ভেঙে বিপাকে বিরাটের রেস্তরাঁ! কড়া পদক্ষেপ পুলিশের

অতীতে একাধিকবার বিতর্কে জড়িয়েছে বিরাটের ‘ওয়ান৮ কমিউন’-এর বেঙ্গালুরু শাখা।

Virat Kohli owned restaurant face police complaint over smoking zone
Published by: Anwesha Adhikary
  • Posted:June 2, 2025 2:26 pm
  • Updated:June 2, 2025 2:26 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় বিপাকে বিরাট কোহলি। এবার তাঁর রেস্তরাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করল পুলিশ। জানা গিয়েছে, ধূমপানের জন্য নির্দিষ্ট জায়গা নেই বিরাটের ‘ওয়ান৮ কমিউন’ রেস্তরাঁয়। অর্থাৎ তামাকবিরোধী নিয়ম লঙ্ঘিত হয়েছে সেখানে। উল্লেখ্য, এর আগেও বারবার নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে বিরাটের রেস্তরাঁর বিরুদ্ধে।

Advertisement

গত কয়েকদিন ধরেই তামাক এবং সিগারেটের ব্যবহার নিয়ে কড়াকড়ি শুরু করেছে কর্নাটক সরকার। রাজ্যের সমস্ত হুক্কা বার বন্ধ করে দেওয়া হয়েছে। তামাকজাত দ্রব্য কেনার ন্যূনতম বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করা হয়েছে। তারপরেই বিরাটের পানশালার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে বেঙ্গালুরুর কুব্বন পার্ক পুলিশ। সিগারেট এবং অন্যান্য তামাকজাত দ্রব্য আইনের ৪ এবং ২১ নম্বর ধারা লঙ্ঘনের অভিযোগ উঠেছে বিরাটের রেস্তরাঁর বিরুদ্ধে। উল্লেখ্য, রেস্তরাঁ, হোটেল, বিমানবন্দরের মতো এলাকায় ধূমপানের বিশেষ জায়গা রাখতে বলা হয়েছে আইনের এই ধারায়। গত শনিবার অভিযোগ দায়ের হয়েছে ‘ওয়ান৮ কমিউন’-এর বিরুদ্ধে।

উল্লেখ্য, গত বছরও অগ্নিনির্বাপণ ব্যবস্থার নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছিল এই রেস্তরাঁর বিরুদ্ধেই। দমকল বিভাগের থেকে উপযুক্ত ‘নো অবজেকশন সার্টিফিকেট’ ছাড়াই রেস্তরাঁটি দিব্যি চলছিল। নোটিস পাঠানো হয় বিরাটের রেস্তরাঁকে। সেই ঘটনার মাসছয়েকের মধ্যেই ফের নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে বেঙ্গালুরুর ‘ঘরের ছেলে’ আরসিবি তারকা বিরাটের রেস্তরাঁর বিরুদ্ধে।

তার আগেও বিতর্কে জড়ায় বিরাটের ‘ওয়ান৮ কমিউন’। অভিযোগ ওঠে পানশালাটি রাত দেড়টা পর্যন্ত খোলা ছিল। যেখানে বেঙ্গালুরুতে রাত একটার পর কোনও পানশালা খুলে রাখা নিষিদ্ধ। তাদের বিরুদ্ধে গভীর রাতে অতিরিক্ত জোরে গান বাজানোর অভিযোগ আসে। ওয়ান৮ কমিউনের মুম্বই শাখায় তামিলনাড়ুর এক ব্যক্তিতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ওঠে। সবমিলিয়ে বারবার একাধিক অভিযোগে বিদ্ধ হয়েছে বিরাটের রেস্তরাঁ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ