ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৮ বছর অপেক্ষার পর অবশেষে আইপিএল জিতেছেন। এবার কি তাহলে আইপিএল থেকেই অবসর নিচ্ছেন বিরাট কোহলি? এমন জল্পনাই শোনা যাচ্ছে আরসিবির অন্দরে কান পাতলে। সূত্রের খবর, বিরাটের সঙ্গে আরসিবির সঙ্গে যুক্ত এক সংস্থার চুক্তি নবীকরণের কথা ছিল। কিন্তু সেই প্রস্তাব নাকি নাকচ করে দিয়েছেন কিং কোহলি! তাহলে কি এবার আরসিবিতে থাকার চুক্তিও শেষ করবেন তিনি?
২০০৮ থেকে আরসিবিতেই খেলেছেন বিরাট। ফর্মের ভালো-মন্দ, ফ্র্যাঞ্চাইজির লাগাতার স্বপ্নভঙ্গ- লাল জার্সিতে সমস্ত কিছুর সাক্ষী থেকেছেন। বিরাট নিজেই একাধিকবার বলেছেন, তাঁর প্রতি আস্থা রাখার জন্য আরসিবি ম্যানেজমেন্টের কাছে তিনি কৃতজ্ঞ। গতবার আইপিএলে রিটেনশনের সময়েও সর্বোচ্চ মূল্য দিয়ে আরসিবি ম্যানেজমেন্ট কোহলিকে ধরে রেখেছিল। অবশেষে চলতি বছরের আইপিএলে চ্যাম্পিয়ন হয় আরসিবি, ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে। যদিও আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার বিজয়োৎসবে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়।
এহেন পরিস্থিতিতেই খবর ছড়িয়েছে, চুক্তি নবীকরণের প্রস্তাবে কিছুতেই রাজি হচ্ছেন না বিরাট। ক্রীড়া ওয়েবসাইট ‘রেভ স্পোর্টস’ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে আরসিবির সঙ্গে যুক্ত একটি সংস্থার প্রচারের মুখ ছিলেন বিরাট। আগামী আইপিএলেও তেমনটাই চায় ওই সংস্থাটি। সেকারণে চুক্তি নবীকরণ করতে চেয়ে বিরাটের কাছে একাধিকবার প্রস্তাব পাঠিয়েছে তারা। কিন্তু বিরাট প্রত্যেকবারই তাদের প্রত্যাখ্যান করেছেন।
বিরাটের এহেন পদক্ষেপের পরই প্রশ্ন উঠছে, তাহলে কি আইপিএল থেকেও এবার অবসর নেবেন বিরাট? গতবছর টি-২০ বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাট থেকে তিনি সরে দাঁড়িয়েছেন। আচমকা অবসর নিয়েছেন টেস্ট থেকেও। যেহেতু অধরা আইপিএল এবার জেতা হয়ে গিয়েছে, তাই আইপিএল কেরিয়ারকেও আর দীর্ঘায়িত করতে চান না কোহলি, এমনটাই মত তাঁর ঘনিষ্ঠমহলের। সেকারণেই কি চুক্তি নবীকরণ করতে চাইছেন না বিরাট? আগামী আইপিএলে কি তাঁকে ছাড়াই মাঠে নামবে আরসিবি? উত্তর অধরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.