Advertisement
Advertisement
Virat Kohli

ইংল্যান্ডে কঠিন লড়াই, সিরিজ শুরুর আগে গিল-পন্থদের লন্ডনের বাড়িতে আমন্ত্রণ বিরাটের

ব্যাটার এবং অধিনায়ক-দুই ভূমিকাতেই ইংল্যান্ডে সফল হয়েছেন বিরাট।

Virat Kohli reportedly invited some members of India Cricket Team

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:June 17, 2025 1:36 pm
  • Updated:June 17, 2025 1:36 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট থেকে অবসর নিয়েছেন তিনি। কিন্তু বিরাট কোহলি নামক মহীরূহের তলায় এখনও আশ্রয় নিচ্ছে ভারতের তরুণ ব্রিগেড। সূত্রের খবর, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ শুরুর আগেই ভারতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে নিজের লন্ডনের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন কিং কোহলি। তাঁদের সঙ্গে দীর্ঘক্ষণ সময়ও কাটিয়েছেন বিরাট।

Advertisement

রোহিত শর্মা এবং বিরাট কোহলির অবসর ঘোষণার পরে নতুন চ্যালেঞ্জ ভারতীয় দলের সামনে। তরুণ অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে পাঁচ টেস্টের সিরিজ খেলতে ইংল্যান্ডে উড়ে গিয়েছে ভারত। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিজ্ঞতার অভাব ভারতকে ভোগাতে পারে বলে মত ক্রিকেটমহলের একাংশের। আপাতত জোরকদমে ইংল্যান্ডে অনুশীলন করছেন কে এল রাহুল-জশপ্রীত বুমরাহরা। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ, ইনট্রা স্কোয়াড প্রস্তুতি ম্যাচ-নানাভাবে অনুশীলন সারছে ভারত।

সোমবার প্রস্তুতি থেকে খানিকটা বিরতি ছিল ভারতের। সেই ফাঁকেই টিম ইন্ডিয়ার কয়েকজন সদস্যকে নিজের বাড়িতে ডেকে নিলেন বিরাট। অধিনায়ক গিল ছাড়াও সহ-অধিনায়ক ঋষভ পন্থ, মহম্মদ সিরাজরা সম্ভবত গিয়েছিলেন কোহলির বাড়িতে। প্রাক্তন সতীর্থদের সঙ্গে নৈশভোজ সেরেছেন বিরাট, এমনটাই সূত্রের খবর। আসলে ব্যাটার এবং অধিনায়ক-দুই ভূমিকাতেই ইংল্যান্ডে সফল হয়েছেন বিরাট। আসন্ন সিরিজে ভারতীয় দলকে যথেষ্ট গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন তিনি। সেই কারণেই কি ক্রিকেটারদের নিজের বাড়িতে ডেকেছিলেন বিরাট?

উল্লেখ্য, ২০ জুন থেকে শুরু হবে ভারতের পাঁচ টেস্টের ইংল্যান্ড সিরিজ। প্রথম টেস্ট লিডসে। ২ জুলাই থেকে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট। লর্ডসে তৃতীয় টেস্ট হবে ১০ জুলাই থেকে। ২৩ জুলাই থেকে চতুর্থ টেস্ট ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। শেষ টেস্ট ৩১ জুলাই থেকে, ওভালে। ২০২১-২২ সালে ইংল্যান্ড সফরে গিয়ে সিরিজ ড্র করে ফিরেছিল ভারত। সেই দলের অধিনায়ক ছিলেন বিরাট। তাঁর ‘গুরুমন্ত্রে’ ভর করে কি এবার বিলেতের মাটিতে চমকে দেবে তরুণ ব্রিগেড?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ