ছবি: বিরাট কোহলি ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার আইপিএল জয়। আর স্বাভাবিকভাবেই পুরো ‘পার্টি মুড অন’! ম্যাচের পর কোহলি (Virat Kohli) বলেছিলেন, ‘শিশুর মতো ঘুমোব’। কিন্তু তারপর যে উৎসবের মেজাজ চালু হল, তাতে ঘুমোতে পেরেছেন কি না সন্দেহ! তার মধ্যে বুধবার সকাল-সকালই ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট করেছেন কোহলি।
আসলে ১৮ বছরের অপেক্ষার অবসান। উচ্ছ্বাস, সেলিব্রেশন, পাগলামি তো ‘বনতা হ্যায়’। ফাইনালের শেষ বলের পর কোহলি কাঁদলেন, তারপর আনন্দে শিশুর মতো হাত-পা ছুড়লেন। স্ত্রীকে জড়িয়ে ধরলেন। রবি শাস্ত্রীর কোলে উঠলেন। ডি’ভিলিয়ার্স, ক্রিস গেইলের সঙ্গে কোহলির আইপিএল ট্রফি নিয়ে তৈরি হল ত্রিমূর্তির নতুন ছবি। শুধু আরসিবি সমর্থকরা নন, গোটা দেশই যেন আনন্দে মাতোয়ারা।
From wild boy to wise man and Ravi Shastri witnessed it all In that hug, years of rage, love, scars and sacrifice melted
That wasn’t just Virat Kohli hugging his coach that was a son returning home finally whole— Ria (@dreamyloom)
সকাল-সকাল কোহলি (Virat Kohli) নিজেও ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট করলেন। সেখানে সতীর্থদের সঙ্গে ট্রফি নিয়ে ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘এই দলটা স্বপ্নকে সত্যি করেছে। এই মরশুমটা কোনও দিন ভুলব না। গত দু’মাসের উত্থানপতন উপভোগ করেছে। এই ট্রফিটা সমর্থকদের জন্য, যারা কখনও আমাদের সঙ্গ ছাড়েনি। আর ট্রফিকে বলছি- তুমি আমাকে আঠারো বছর অপেক্ষা করিয়েছ। অবশেষে তোমার সঙ্গে আনন্দ করার সুযোগ পাচ্ছি বন্ধু। কিন্তু এই প্রতীক্ষাটা সত্যিই উপভোগ্য।’
আর শুধু তো কোহলি নন, গোটা আরসিবি দলই উচ্ছ্বসিত। ম্যাচের পর বেঙ্গালুরুর থেকে যে ভিডিও পোস্ট করা হয়, তাতে দেখা যায় প্রবলভাবে নাচছেন অধিনায়ক রজত পাতিদার। ভাংড়া নাচছেন কোহলি-কার্তিক। জিতেশ শর্মা, ক্রুণাল পাণ্ডিয়াদের নাচ থামছেই না। গোটা বেঙ্গালুরু রাস্তায় নেমে এসেছে। উৎসব যে এত তাড়াতাড়ি থামবে না, সেটা অনায়াসেই বলা যায়।
Entry but make it BOLD. ❤️
— Royal Challengers Bengaluru (@RCBTweets)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.