Advertisement
Advertisement
Virat Kohli

শাহিনের আগুনে বোলিং দেখে বিরাটের চক্ষু ছানাবড়া! ভাইরাল ভিডিও

পাক পেসারের সামনে নাকানিচোবানি খেয়েছেন রোহিত-বিরাটরা।

Virat Kohli surprised by fiery spell of Shaheen Afridi, video goes viral | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:September 2, 2023 8:18 pm
  • Updated:September 2, 2023 8:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের (Asia Cup) শুরুতেই ভরাডুবি ভারতের তারকাখচিত ব্যাটিং লাইন আপের। অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) থেকে বিরাট কোহলি (Virat Kohli)- বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাক পেসারদের দাপটে কেউই দাঁড়াতে পারেননি। পঞ্চম ওভারেই ভারত অধিনায়ককে প্যাভিলয়নে ফেরান পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদি (Shaheen Afridi)। পাক পেসারের আগুনে বোলিং দেখে চোখ কপালে উঠে যায় কিং কোহলির। মুহূর্তের মধ্যে তাঁর এই প্রতিক্রিয়ার ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

Advertisement

শনিবার ভারত-পাক (India vs Pakistan) ম্যাচে বৃষ্টির পূর্বাভাস ছিলই। টসে জিতে ভারত ব্যাট করতে নামার পর মাত্র ৪ ওভার খেলা হয়েই ফের ম্যাচ বন্ধ হয়ে যায়। আধঘণ্টা পর ম্যাচ শুরু হতেই বিধ্বংসী মেজাজে দেখা দেন শাহিন। পঞ্চম ওভারের শেষ বলে বিষাক্ত ইনসুইঙ্গার দেন পাক পেসার। সোজা গিয়ে রোহিতের স্টাম্প উপড়ে দেয় সেই ডেলিভারি। তবে ওভারের শুরু থেকেই রোহিতকে চাপে রেখেছিলেন শাহিন। 

[আরও পড়ুন: শাহিন-রউফের আগুনে পেস সামলে প্রাণপণ লড়াই হার্দিক-ঈশানের, লড়াকু স্কোর ভারতের]

আউট হওয়ার ঠিক আগের বলেই অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিতে যান রোহিত। শাহিনের ডেলিভারি যে কোনদিকে যাবে, তা বুঝেই উঠতে পারেননি। সৌভাগ্যবশত ব্যাটার কাণা না ছুঁয়েই কিপারের গ্লাভসে জমা পড়ে বল। সেই দেখেই বিস্ময়ে চোখ গোল গোল করে ফেলেন কিং কোহলি। পাক পেসারের বোলিং যেন বিশ্বাসই করতে পারছিলেন না তিনি। বিস্মিত বিরাটের সেই ভিডিও ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে।

তবে শাহিনের এই আগুনে বোলিং সামলাতে পারেননি বিরাট নিজেও। রোহিত আউট হওয়ার পর ক্রিজে এসেই বাউন্ডারি মেরে খাতা খুলেছিলেন। কিন্তু পাক পেসারের ডেলিভারি বুঝতে ভুল করেন তিনিও। বিরাটের জন্য আউটসুইং করেছিলেন শাহিন। ব্যাটের কাণায় লাগিয়ে প্লেড অন হয়ে প্যাভিলয়নে ফেরেন তারকা ব্যাটার। তবে প্রথম সারির ব্যাটারদের ব্যর্থতা ঢেকে ভারতকে লড়াইয়ে ফেরান ইশান কিষান ও হার্দিক পাণ্ডিয়া। তবে পুরো ৫০ ওভারের আগেই ২৬৬ রানে গুটিয়ে যায় ভারত।

[আরও পড়ুন: বিতর্কিত মন্তব্যের জন্য ইগর স্টিমাচকে ‘শোকজ’ করল এআইএফএফ]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement