Advertisement
Advertisement
Virat Kohli

‘একটা সময় ছিল, যখন…’, গম্ভীর-গিলকে তুলোধোনা কোহলির দাদার, ব্যক্তিগত আক্রোশ?

ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে ভারতকে ভুগিয়েছে বোলিং ব্যর্থতা।

Virat Kohli's brother take a dig at Gautam Gambhir, Shubman Gill as Indian bowlers struggle in England
Published by: Arpan Das
  • Posted:July 27, 2025 3:13 pm
  • Updated:July 27, 2025 3:13 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি টেস্ট থেকে অবসর নিয়েছেন দু’মাসের বেশি হয়ে গিয়েছে। তবে এখনও চর্চা চলছে, কেন টেস্ট থেকে আচমকা সরে দাঁড়ালেন কোহলি? অনেকের মতে, কোচ গৌতম গম্ভীরের সঙ্গে বিরোধিতায় সরে দাঁড়িয়েছেন রোহিত-বিরাট। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খুব ভালো জায়গায় নেই শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল। এর মধ্যেই গিল-গম্ভীরের সমালোচনায় মুখর কোহলির দাদা বিকাশ। যাতে অনেকে ‘ব্যক্তিগত আক্রোশে’র গন্ধ পাচ্ছেন। 

Advertisement

ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে ভারতকে ভুগিয়েছে বোলিং ব্যর্থতা। জো রুট, বেন স্টোকসরা অনায়াসে ৬৬৯ রান তুলেছেন। ১১ বছর পর এই প্রথম ভারত কোনও টেস্ট ইনিংসে ৬০০-র বেশি রান হজম করল। অর্থাৎ বিরাট কোহলি টেস্ট অধিনায়ক থাকার সময় যে ঘটনা ভারতের সময় ঘটেনি। এছাড়াও জশপ্রীত বুমরাহ-সহ ভারতের চার বোলার ১০০-র উপর রান দিয়েছেন।

সেসব নিয়েই গম্ভীরের উপর ক্ষিপ্ত কোহলির দাদা বিকাশ। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘খুব বেশিদিন আগের কথা নয়। যখন আমাদের একটা টেস্ট দল ছিল, যেখানে বোলাররা ২০ উইকেট তুলত।’ যদিও তথ্য বলছে অন্য কথা। লিডসে প্রথম টেস্টে ইংল্যান্ডের পাঁচ উইকেটে জয় ছাড়া সবকটি ইনিংসেই ভারতীয় বোলাররা ২০ উইকেট তুলেছেন। লর্ডসে তৃতীয় টেস্টে ভারতের টেস্ট হারের নেপথ্যে রয়েছে ব্যাটিং ব্যর্থতা।

তবে এই টেস্টে যে বোলিং বিভাগ নির্বাচনে ভুলচুক হয়েছে, তা অনেকেই মেনে নিচ্ছেন। অংশুল কাম্বোজকে খেলিয়ে কেন কুলদীপ যাদবের মতো রিস্ট স্পিনারকে বসিয়ে রাখা হল, সেই প্রশ্ন তুলেছেন অনেকে। তবে চোটের জন্য আকাশ দীপ ও অর্শদীপ সিং নেই। পিচও পাটা। অন্যদিকে ভালো ফর্মে আছেন অধিনায়ক শুভমান গিল। তবু গম্ভীর-গিলকে কাঠগড়ায় তুলে বিকাশের পোস্টে অনেকে ‘ব্যক্তিগত আক্রোশে’র গন্ধ পাচ্ছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ