Advertisement
Advertisement
Virat Kohli

ক্রিকেট মঞ্চে আরেক কোহলি, ‘চাপ সামলে’ নিজের পরিচয় গড়তে চায় বিরাটের ভাইপো

দিল্লি প্রিমিয়ার লিগে সুযোগ পেয়েছে বিরাট কোহলির ১৫ বছর বয়সি ভাইপো।

Virat Kohli’s nephew Aryaveer ready for DPL debut without baggage of 'famous surname'
Published by: Arpan Das
  • Posted:July 18, 2025 7:09 pm
  • Updated:July 18, 2025 7:09 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট মঞ্চে আবির্ভাবের অপেক্ষায় আরও এক কোহলি। সে বিরাট কোহলি ভাইপো আর্যবীর কোহলি। ১৫ বছর বয়সি ক্রিকেটার বিরাটের মতো ব্যাটারও নয়। লেগ স্পিনার আর্যবীর এবার সুযোগ পেয়েছে দিল্লি প্রিমিয়ার লিগে। কিন্তু আর্যবীর কাকার নামে নয়, নিজের নামে পরিচিত হতে চায়।

Advertisement

গতবারের রানার্স আপ সাউথ দিল্লি সুপারস্টার্জে গিয়েছেন কোহলির ভাইপো, ১ লক্ষ টাকায়। আর্যবীরের কোচ শরণদীপ সিং বলছেন, “আর্যবীর উঠতি প্রতিভা। বয়স খুবই কম। ওর পদবী নিয়ে বাড়তি চাপ নেই। খুবই প্রতিভাবান ক্রিকেটার ও। কঠোর পরিশ্রম করে নিজের নাম তৈরি করতে চায়।” গত ৫ জুলাই দিল্লি প্রিমিয়ার লিগের নিলাম ছিল। সেখানে বিরাট কোহলির দাদা বিকাশের ১৫ বছর বয়সি পুত্র আর্যবীরের নাম ছিল। ড্রাফটে ছিল বীরেন্দ্র শেহওয়াগের ১৭ বছর বয়সি পুত্র আর্যবীরও। শেহওয়াগের আরেক পুত্র বেদান্তও নিলামের ড্রাফটে ছিল।

এবার প্রতিপক্ষ হিসাবে দিল্লি প্রিমিয়ার লিগে নামবে পরবর্তী প্রজন্মের কোহলি ও শেহওয়াগ। যদিও নিলামে দু’জনের ভাগ্য বেশ আলাদা। ৮ লক্ষ টাকায় শেহওয়াগপুত্রকে কিনে নিয়েছে সেন্ট্রাল দিল্লি কিংস। আর্যবীর পেয়েছে ১ লক্ষ টাকা। উল্লেখ্য, শেহওয়াগের বড় ছেলে আর্যবীরের নাম অবশ্য ইতিমধ্যেই চর্চিত। দিল্লির অনূর্ধ্ব-১৯ দলের হয়ে মেঘালয়ের বিরুদ্ধে ২৯৭ রান করেছিল।

এছাড়াও একঝাঁক পরিচিত মুখ খেলবেন দিল্লি প্রিমিয়ার লিগে। আইপিএলে আবির্ভাবেই নজর কেড়েছিলেন দিগ্বেশ রাঠি। সেটা তাঁর ‘রহস্যময়’ বোলিংয়ের জন্য তো বটেই, তার সঙ্গে ‘নোটবুক’ সেলিব্রেশনের জন্যও। ৩৮ লক্ষ টাকায় তাঁকে কিনেছে সাউথ দিল্লি সুপারস্টার্জ। খেলবেন ঋষভ পন্থও। নিলামে সর্বোচ্চ ৩৯ লক্ষ টাকা দাম পেয়েছেন পেসার সিমরজিৎ সিং।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ