সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পিন পতনের শব্দ শোনা যাবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ চলছে। কিন্তু আহমেদাবাদের স্টেডিয়ামের গ্যালারির দিকে তাকালে দেখা যাবে শ’খানেক দর্শক। যা দেখে ধ্রুপদী ক্রিকেটপ্রেমীদের কষ্ট হবেই। নেটিজেনরাও যা নিয়ে ‘আশঙ্কিত’। তাঁরা বলছেন, বিরাট কোহলির ভবিষ্যদ্বাণীই তাহলে সত্যি হল।
কী বলেছিলেন কোহলি? ২০১৯ সালে রাঁচিতে টেস্টের পর তিনি বলেছিলেন, “আমাদের মনে হয় ‘টেস্ট সেন্টার’ বানানো উচিত। এর জন্য পাঁচটা নির্দিষ্ট কেন্দ্রই যথেষ্ট। ওয়ানডে বা টি-টোয়েন্টিতে রোটেশন থাকুক। তাতে অসুবিধা নেই। আমার ধারণা, বিদেশি দল এখানে এলে যেন জানতে পারে এই পাঁচ জায়গাতেই খেলতে হবে। এটা হলেই মাঠে দর্শক আসবে। বিপক্ষ দলের উপর চাপও তৈরি হবে।”
আহমেদাবাদে ফাঁকা গ্যালারি দেখে নেটিজেনরা একপ্রকার ‘আতঙ্কে’ ভুগছেন। এক নেটিজেন লিখেছেন, ‘এটা সত্যিই লজ্জার। মনে রাখতে হবে, কোনও রনজি ম্যাচ নয়, এটা আন্তর্জাতিক ম্যাচ। আমরা সত্যিই পাঁচটা নির্দিষ্ট টেস্ট সেন্টার চাই। বিরাট কোহলি যেমনটা বলেছিলেন। সেটাই একমাত্র পথ।’
Such a shame , this is not a Ranji match going on, it is an International match between India and west indies.
We seriously need to fixed 5 stadium for Test matches. Virat Kohli was right when he said we need a proper stadium for test matches.— Mohali to Melbourne 82* (@MelbourneNT82)
আরেকজনের কথায়, ‘অনেকেই প্রশ্ন করেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কেন ইংল্যান্ডেই হবে? কল্পনা করুন, আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ। ৫ শতাংশ টিকিটও বিক্রি হত না।’ তাহলে কি কোহলির দেওয়া প্রস্তাবই টেস্ট ক্রিকেটে দর্শক টানার একমাত্র পথ? আহমেদাবাদের ছবিটা দেখে অন্তত তেমনই মনে হচ্ছে।
Then people question why WTC Finals are played only in England.
Imagine SA vs AUS Test match in Ahmedabad. Not even 5% of tickets would have been sold— Dinda Academy (@academy_dinda)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.