Advertisement
Advertisement
Romario Shepherd

এমনও ঘটে! এক বলে ২০ রান করে বিধ্বংসী কোহলির সতীর্থ

গত আইপিএলে আরসিবি'র হয়ে নজর কেড়েছিলেন তিনি।

Virat Kohli's teammate scores 20 runs in one ball
Published by: Prasenjit Dutta
  • Posted:August 27, 2025 4:08 pm
  • Updated:August 27, 2025 4:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যারিবিয়ান লিগে ‘করিশমা’ দেখালেন রোমারিও শেফার্ড। ১ বলে ২০ রান করে সকলকে চমকে দিয়েছেন আইপিএলে খেলা বিরাট কোহলির এই সতীর্থ। ক্যারিবিয়ান লিগে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে তিনি এই কীর্তি গড়লেন। তাঁদের বিপক্ষে ছিল সেন্ট লুসিয়া কিংস। সেই ম্যাচে শেফার্ড মাত্র ৩৪ বলে অপরাজিত ৭৩ রান করেন। তাঁর ইনিংস সাজানো ছিল পাঁচটি চার এবং সাতটি বিশাল ছক্কা দিয়ে।

Advertisement

গায়ানার ইনিংসের ১৫তম ওভারের ঘটনা। বোলার ছিলেন ওশানে টমাস। ওভারের তৃতীয় বলটি তিনি নো করেন। সেই বলে শেফার্ড কোনও রান করতে পারেননি। কিন্তু নো হওয়ায় ফ্রি হিট পেয়ে যান ক্যারিবিয়ান তারকা। এরপর ওয়াইড করে বসেন টমাস। তাই তখনও বেঁচে ফ্রি হিট। এবার আর মিস করেননি শেফার্ড। সেই ফ্রি হিট থেকে মিড উইকেটের উপর দিয়ে বিশাল ছয় হাঁকান তিনি।

এর ঠিক পরের বলে আবারও ওভারস্টেপ। ফ্রি হিট ফের ছক্কা শেফার্ডের। এর পরের বলে ডিপ স্কয়ার লেগে ফের ছক্কা। তিনটি ছক্কার মধ্যে মাত্র একটিই বৈধ বলে ছক্কা ছিল। এভাবেই এক বলে ২০ রান তোলেন তিনি।

গত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে নজর কেড়েছিলেন তিনি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৪ বলে হাফসেঞ্চুরিও করেছিলেন। আইপিএলের ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরি। শেফার্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে গায়ানা আমাজন ওয়ারিয়র্স ২০ ওভারে ৬ উইকেটে ২০২ রান করে। তা সত্ত্বেও জয়ের মুখ দেখেনি তারা। ১১ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে সেন্ট লুসিয়া।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement