Advertisement
Advertisement
BCCI

‘বিরাট-রোহিত-পূজারার ফেয়ারওয়েল পাওয়া উচিত ছিল’, বোর্ডের বদান্যতায় বিরক্ত শ্রীকান্ত

আর কী বললেন ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার?

'Virat-Rohit-Pujara should have been given farewell', Srikkanth criticizes BCCI

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:August 28, 2025 6:12 pm
  • Updated:August 28, 2025 6:12 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ড সিরিজের আগে লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। আর ২৪ আগস্ট ক্রিকেটের সমস্ত ফরম্যাটকেই ‘বিদায়’ বলেছেন চেতেশ্বর পূজারাও। এই তিন ক্রিকেটারের মধ্যে মিল হল, রোহিত, বিরাট কিংবা পূজারা কেউই ফেয়ারওয়েল পাননি। তাঁদের ‘ফেয়ারওয়েল পাওয়া উচিত ছিল’ বলে এবার সরব হলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারী শ্রীকান্ত। বিসিসিআইয়ের এই বদান্যতায় রীতিমতো বিরক্ত শ্রীকান্ত।

Advertisement

শ্রীকান্ত তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, “দেশের হয়ে ১০০টি টেস্ট খেলা সহজ নয়। দুর্দান্ত ক্রিকেটার না হলে এতগুলো টেস্ট খেলা যায় না। সেই কারণে তাদের ভালোভাবে বিদায় জানানো উচিত। বিরাট কোহলি এবং রোহিত শর্মা যখন অবসর নেয়, তখন বিসিসিআইয়ের উচিত ছিল ওদের সঙ্গে কথা বলা। সেটা হয়নি। ভারতীয় ক্রিকেটের জন্য এটা মোটেও ভালো ব্যাপার নয়।”

একসময় বিসিসিআইয়ের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন জানিয়েছেন, কোহলি অন্তত আরও দু’টো বছর টেস্ট খেলতে পারত। তাঁর যথাযথ বিদায় প্রাপ্য ছিল। শ্রীকান্ত বলছেন, “আরও সুন্দর বিদায় প্রাপ্য ছিল কোহলির। ওর মধ্য অন্তত দু’বছর টেস্ট ক্রিকেট বাকি ছিল। কিন্তু ইংল্যান্ডে সিরিজ ড্র হওয়ার কারণে, বিরাটকে নিয়ে এই ধরনের আলোচনা বন্ধ হয়ে যায়। তবে, কোহলির মতো ক্রিকেটারের অভাব দূর করা খুবই কঠিন।”

পূজারার অবসর প্রসঙ্গে শ্রীকান্তের সংযোজন, “পূজারা দীর্ঘদিন ভারতের হয়ে খেলেছে। অবসর পরিকল্পনা নিয়ে কথা বলা উচিত ছিল তারও। এ ব্যাপারে অতি অবশ্যই খেলোয়াড়দের সহযোগিতা করতে হবে। বোঝা দরকার ওদের ‘শেষ’ সম্পর্কে। এমনটা হলে পূজারা আরও ভালোভাবে বিদায় নিতে পারত। এই ব্যাপারটি ক্রিকেটার, নির্বাচক এবং বিসিসিআইয়ের মধ্যে সহযোগিতার বিষয়।”

রবিবার (২৪ আগস্ট) সকালেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান পূজারা। জাতীয় দলের জার্সিতে ১০৩ টেস্ট খেলে ৪৩.৬০ গড়ে ৭১৯৫ রান করেছেন। লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সর্বোচ্চ রান অপরাজিত ২০৬। ৩৭ বছর বয়সি পূজারা ভারতের হয়ে শেষ টেস্ট খেলেছেন ২০২৩-র জুন মাসে। যেটা ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারত হেরে গিয়েছিল সেই ম্যাচে। তারপর থেকে আর জাতীয় দলে সুযোগ পাননি। ফলে ফেয়ারওয়েলও পাননি তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ