ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অজিভূমে ১৯ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সিরিজেই বিরাট কোহলি, রোহিত শর্মাদের খেলার কথা। তাঁদের ২২ গজে আবার দেখার জন্য মুখিয়ে সমর্থকরা। দুই কিংবদন্তি ক্রিকেটারকে বিশেষ সম্মান জানানো হবে অস্ট্রেলিয়ায়। সিরিজ শুরুর ৫০ দিন আগে ভারতীয় সমর্থকদের জন্য বরাদ্দ আসন ভর্তি হয়ে যাওয়ার খবর দিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
জানা গিয়েছে, সিডনি এবং ক্যানবেরার ম্যাচগুলির জন্য পাবলিক টিকিটও সোল্ড আউট। বাকি টিকিটও দ্রুত বিক্রি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার ইভেন্টস এবং অপারেশনস বিভাগের এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজার জোয়েল মরিসন বলেন, “আটটি ভেন্যুতেই ভারতীয় ফ্যান জোনের বিক্রির বিপুল সাড়া দেখে আমরা রোমাঞ্চিত।”
মরিসনের সংযোজন, “এখন থেকেই এই সিরিজকে ঘিরে আগ্রহ তুঙ্গে। সমর্থকরা যেভাবে সিরিজকে নিয়ে আবেগপ্রবণ, তা দেখে উত্তেজিত। স্টেডিয়ামে একটি প্রাণবন্ত পরিবেশ গড়ে উঠবে ভেবে খুবই ভালো লাগছে। দুই অসাধারণ ক্রিকেটীয় দেশের মধ্যে বিশ্বমানের প্রতিযোগিতার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
ভারতের সফর শুরু হবে ১৯ অক্টোবর পারথ স্টেডিয়ামে। দ্বিতীয় ওয়ানডে ২৩ অক্টোবর, অ্যাডিলেড ওভালে। ২৫ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় ওয়ানডে। টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে দূরে থাকা কোহলি এবং অধিনায়ক রোহিতকে দেখার জন্য এখন থেকেই উন্মাদনার পারদ চড়ছে। ওয়ানডে সিরিজের পর ২৯ অক্টোবর ক্যানবেরার মানুকা ওভালে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের ম্যাচগুলি রয়েছে রয়েছে ৩১ অক্টোবর, ২ নভেম্বর, ৬ নভেম্বর, ৮ নভেম্বর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.