ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি’র ওডিআই র্যাঙ্কিংয়ের তালিকা থেকে হঠাৎ উধাও বিরাট কোহলি এবং রোহিত শর্মার নাম। আইসিসি’র ক্রমতালিকায় তাঁদের নাম না দেখে অনেকেরই প্রশ্ন, তাহলে কি টিম ইন্ডিয়ার দুই মহাতারকা এবার ওয়ানডে থেকেও অবসর নিতে চলেছেন?
সাধারণত কোনও ক্রিকেটার অবসর নিলে তাঁকে র্যাঙ্কিংয়ের তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়। টি-টোয়েন্টি এবং টেস্টে তাঁদের ক্ষেত্রে সেটাই হয়েছে। তবে, বুধবার আইসিসি’র ওয়েবসাইট খুললে দেখা যাচ্ছে বিরাট ও রোহিতের নাম নেই। সেই কারণেই তাঁদের অবসরের জল্পনাও বেড়েছে। কিন্তু কেন এমন ঘটল?
সমর্থকদের প্রশ্ন, ৭৫৬ পয়েন্ট নিয়ে রোহিত ওয়ানডে র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে আসার মাত্র এক সপ্তাহ পরেই এমনটা কেন করল আইসিসি? অন্যদিকে, কোহলি ৭৩৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ছিলেন বিরাট। ক্রমতালিকা থেকে তাঁকে সরিয়ে দেওয়ার নেপথ্যেই বা যুক্তি কী? এ ব্যাপারে পর্যন্ত আইসিসি’র তরফে বিবৃতি জারি করা হয়েছে। এটাকে একটি প্রযুক্তিগত ত্রুটি বলে জানিয়েছে ক্রিকেটের নিয়ামক সংস্থা। সেই ত্রুটি সংশোধন করা হয়েছে বলেও উইজডেনকে জানিয়েছে আইসিসি।
উল্লেখ্য, ১৩ আগস্ট প্রকাশিত র্যাঙ্কিং অনুসারে ৭৮৪ পয়েন্ট নিয়ে শুভমান গিল রয়েছেন শীর্ষে। এরপর একে একে রোহিত শর্মা, বাবর আজম, কোহলি এবং অষ্টম স্থানে ছিলেন শ্রেয়স আইয়ার। অথচ বুধবার, ২০ আগস্ট দেখা যাচ্ছে বাদ পড়েছেন রোহিত এবং বিরাট। দুইয়ে উঠে এসেছেন বাবর আজম। চতুর্থ স্থানে শ্রীলঙ্কার চরিথ আসালঙ্কা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.