Advertisement
Advertisement
Virender Sehwag

পহেলগাঁও ভুলে ভারত-পাক ম্যাচের প্রচার! এবার রোষের মুখে শেহওয়াগ

শেহওয়াগকে বয়কটের ডাক নেটিজেনদের।

Virender Sehwag, BCCI blasted over viral India-Pakistan Asia Cup promo
Published by: Subhajit Mandal
  • Posted:August 28, 2025 11:27 am
  • Updated:August 28, 2025 11:27 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলা ভুলে এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের প্রচার। নেটদুনিয়ায় রোষের মুখে বীরেন্দ্র শেহওয়াগ। এত তাড়াতাড়ি পহেলগাঁও ভুললেন কী করে? প্রশ্ন নেটিজেনদের। কেউ কেউ আবার শেহওয়াগকে বয়কটের ডাকও দিচ্ছেন।

Advertisement

পহেলগাঁও হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সমস্ত ক্রিকেটীয় সম্পর্ক শেষ করার দাবি উঠেছে। এশিয়া কাপে বা আর কোনও বহুদলীয় টুর্নামেন্টেও যাতে কোনওভাবে পাকিস্তানের মুখোমুখি না হতে হয়, সেটাও নিশ্চিত করার দাবি উঠেছে। এর মধ্যে পাকিস্তানও ভারতে নিজেদের হকি দল পাঠায়নি। বিতর্কের আবহে লেজেন্ডস লিগে ইরফান পাঠান, হরভজন সিংরা পাকিস্তানের কিংবদন্তিদের বিরুদ্ধে মাঠে নামতে রাজি হননি। তবে সেসব উপেক্ষা করেই এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে দল নামাতে চলেছে বিসিসিআই। যা নিয়ে ক্রিকেটপ্রেমীরা দ্বিধাবিভক্ত। একটা অংশের মত, হিংসা আর খেলাধুলো একসঙ্গে চলতে পারে না। আবার কেউ কেউ ক্রিকেটীয় সম্পর্ক চালিয়ে যাওয়ার পক্ষে।

আসলে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে না খেললে আর্থিকভাবে তো বটেই ক্রিকেট কূটনীতিতেও চাপে পড়ে যেত বিসিসিআই। শেষ পর্যন্ত সে কারণেই দল নামাতে রাজি হয়েছে ভারতীয় বোর্ড। ভারতে এশিয়া কাপের সম্প্রচারের দায়িত্ব পেয়েছে সোনি স্পোর্টস নেটওয়ার্ক। সম্প্রতি ওই সংস্থার তরফে একটি বিজ্ঞাপনী প্রোমো সোশাল প্রকাশ্যে আনা হয়েছে। তাতে দেখা গিয়েছে বীরেন্দ্র শেহওয়াগকেও। বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, শেহওয়াগ ক্রিকেট প্রেমীদের ভারত-পাক ম্যাচ দেখার জন্য আহ্বান জানাচ্ছেন।

তাতেই ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ। তাঁরা বলছেন, এভাবে পহেলগাঁও হামলার ক্ষত ভুলে কীভাবে এশিয়া কাপের প্রচার করছেন শেহওয়াগ? নেটিজেনদের কেউ কেউ শেহওয়াগকে বয়কটের ডাক দিচ্ছেন। কেউ কেউ আবার সোনি নেটওয়ার্ককেও বয়কটের ডাক দিচ্ছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement