সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন বিশ্বকাপে ভালো করবে ভারত। ঘরের মাঠের সমর্থন রোহিত শর্মাদের উজ্জীবিত পারফরম্যান্স করতে সাহায্য করবে বলেই মনে করছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যর ভিভিয়ান রিচার্ডস।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে দেওয়া সাক্ষাৎকারে স্যর ভিভ বলেছেন, ”আমি ভারতের পক্ষে। ভারতের সঙ্গে আমার গভীর সম্পর্ক। ভারতের বিরুদ্ধেই আমার অভিষেক হয়েছিল। এই দেশটার সঙ্গে আমার অনেক আবেগ জড়িয়ে রয়েছে।”
দেশের মাটিতে বিশ্বকাপ হবে। ফলে টিম ইন্ডিয়ার দিকেই পুরো সমর্থন থাকবে। আর গ্যালারির সমর্থন পেলে ক্রিকেটাররাও নিজেদের সেরাটা তুলে ধরতে পারেন। স্যর ভিভ সেই প্রসঙ্গ উত্থাপ্পন করে বলছেন, ”ভারত ভালো করবে। আমার সমর্থন ভারতের দিকেই। প্রবল সমর্থন পেলে খেলোয়াড়রাও উত্তেজিত হয়। সেরাটা বেরিয়ে আসে।”
Here’s the squad for the ICC Men’s Cricket World Cup 2023 🙌
— BCCI (@BCCI)
৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করছে রোহিত শর্মার দল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.